Home Blog প্রোমোটারদের ইশারাতেই খোদ মেদিনীপুর শহরে দুষ্কৃতির তাণ্ডব! ভেঙে ফেলা হলো একের পর...

প্রোমোটারদের ইশারাতেই খোদ মেদিনীপুর শহরে দুষ্কৃতির তাণ্ডব! ভেঙে ফেলা হলো একের পর এক দোকান, আটক ২

19
0

মেদিনীপুর: মেদিনীপুর শহরের গোলকুঁয়াচক এলাকায় রবিবার ভোররাতে অতর্কিতভাবে জেসিবি নিয়ে প্রবেশ বহিরাগতদের। মুখ কাপড়ে ঢেকে পরপর ভেঙে দেওয়া হল ওই এলাকার কয়েকটি দোকান। স্থানীয়দের কাছে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। তবে ততক্ষণে ফেরার জেসিবি সহ অভিযুক্তরা। সকালে ঘটনাস্থলে বিভিন্ন পুলিশ আধিকারিক ও পৌরসভার আধিকারিকেরা। দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবি করেছেন পৌরপ্রধান সহ ব্যবসায়ীরা। ঘটনায় প্রোমোটারদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ। আটক করা হয়েছে দুজনকে। মেদিনীপুর শহরের গোলকুঁয়াচক এলাকায় রাস্তার পাশে একটি বড় স্থানে প্রোমোটিংয়ের কাজ শুরু হয়েছে। পাশেই  রাস্তার পাশে থাকা বেশ কিছু দোকান উচ্ছেদ নিয়ে মামলা চলছিল। এরই মাঝেই রবিবার ভোর সাড়ে তিনটা নাগাদ সেই দোকানগুলি অতর্কিতভাবে ভেঙে ফেলল একদল লোকজন। খবর পেয়ে সেখানে ছুটে এসেছিলেন এক দোকানদার। তাঁর দাবি মুখে কাপড় বেঁধে মুখ ঢেকে জন চল্লিশ বহিরাগত এই দোকান ভাঙার কাজ করেছে। তারা সশস্ত্র অবস্থায় ছিল বলেও দাবি তাদের। ঘটনার পর রবিবার সকালে সেখানে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন পুলিশ আধিকারিক। মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু ও অন্যান্যরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন সকলে। স্থানীয়দের বেশিরভাগের দাবি, “জায়গা দখল নিতে প্রোমোটারদের ইশারাতেই এই দুষ্কৃতি হামলা।” পৌরপ্রধান সৌমেন খান জানান, “কয়েকজনকে চিহ্নিত করা গেছে। আমরা অবিলম্বে ওই দুষ্কৃতিদের গ্রেপ্তারের দাবি করেছি। সেই সঙ্গে বেআইনিভাবে বিনা অনুমতিতে এই ভাঙার কাজ করায় জেসিবি গুলিকেও বাজেয়াপ্ত করার দাবি করেছি পুলিশের কাছে।” ঘটনার জেরে প্রোমোটারদের তান্ডব নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তবে ওই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

Previous articleবাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে আগুন, পুড়ে মৃত্যু হল মেদিনীপুরের বাসিন্দা স্বামী-স্ত্রীর
Next articleহাতির হানায় আহত তিন যুবক, আতঙ্ক শালবনীতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here