Home Blog সমস্যা সমাধানে গাছ তলাতে বসলেন জেলাশাসক ও পুলিশ সুপার

সমস্যা সমাধানে গাছ তলাতে বসলেন জেলাশাসক ও পুলিশ সুপার

30
0
মেদিনীপুর: শনিবার থেকে জেলা জুড়ে শুরু হয়েছে “সমস্যা সমাধান-জনসংযোগ”। প্রথম দিন সমাধানে বেরিয়েই প্রত্যন্ত লোধা এলাকাতে গ্রামের মাঝে গাছ তলাতেই পাকার চাতালে বসে গ্রামবাসীদের সমস্যা শুনে সমাধানের রাস্তা করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশীদ আলী কাদরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার। দীর্ঘক্ষণ শতাধিক গ্রামবাসীর তাদের দুঃখ কষ্টের কথা শুনে একাধিক সমস্যার সমাধান করলেন।
“সমস্যা সমাধান-জনসংযোগ” কর্মসূচীর প্রথম দিনে জেলার নারায়ণগড় ব্লকের কাশিপুর এলাকায় হাজির হয়েছিলেন জেলাশাসক ও পুলিশ সুপার। ওই এলাকা লোধা অধ্যুষিত। পিছিয়ে পড়া ওই গ্রামটিতে স্থানীয় লোকজন কি কি সুবিধা পাচ্ছেন, এলাকায় কি কি সমস্যা রয়ে গিয়েছে তা শোনার জন্য হাজির হয়েছিলেন আধিকারিকরা। তা জেনে বহু গ্রামবাসী ভিড় করেছিলেন সেখানে। গ্রামবাসীদের সকলকে নিয়ে গ্রামের মাঝখানে থাকা একটি গাছের তলাতে পাকার চাতালেই ধুলোতে বসে পড়েন জেলাশাসক ও পুলিশ সুপার। দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা বলতে থাকেন তাদের সঙ্গে। জেলাশাসক একের পর এক বিভিন্ন প্রকল্পগুলি কে কি পেয়েছেন জিজ্ঞাসা করেন। উচ্চপদস্থ আধিকারিককে পাশে পেয়ে নানান অভাব অভিযোগের কথা তুলে ধরেন এলাকাবাসী। রাস্তা খারাপ, স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত, বার্ধক্য ভাতা সংক্রান্ত, এমনই একাধিক অসুবিধার কথা জানান। তৎক্ষণাৎ বিডিওকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। অনগ্রসর এই এলাকায় জাতিগত শংসাপত্র বিষয়ে একাধিক অভিযোগ আসায় দ্রুত স্পেশ্যাল ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এদিন একাধিক সফল উপভোক্তার হাতে সার্টিফিকেটও তুলে দেন পুলিশ সুপার ও জেলা শাসক। জেলা শাসক জানিয়েছেন, “জেলা জুড়ে সাড়ে চার হাজার এমন শিবির হবে সমস্যার সমাধান- জনসংযোগ। প্রতিটি শিবিরে আধিকারিকরা যাবেন নিজে থেকে। মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যার কথা শুনবেন। সম্ভব হলে সেখানেই সমাধানের চেষ্টা করবেন। এই শিবির চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।”
Previous articleমেদিনীপুরের সরকারি হোম থেকে ইতালি পাড়ি দিল শুভ
Next articleশালবনীতে তছনছ জমির আলু, ক্ষোভ চাষীদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here