Home Blog মেদিনীপুর শহরে চুরি লক্ষাধিক টাকার গহনা, তদন্তে পুলিশ

মেদিনীপুর শহরে চুরি লক্ষাধিক টাকার গহনা, তদন্তে পুলিশ

32
0

মেদিনীপুর : বিয়ে বাড়ির আনন্দে মেতে রয়েছে পরিবারের লোকজন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে থাকা সোনা-রুপোর গহনা থেকে নগদ টাকা চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে তোড়াপাড়া এলাকায়। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ভাইপোর বিয়েতে গিয়েছিল অট্ট পরিবারের সকলে। রবিবার সকালে ফিরে এসে বাড়ির অবস্থা দেখে চক্ষু চড়ক গাছ। দরজা-জানালার লোহার গ্রিল কাটা, ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। আলমারি খুলে দেখে সোনা-রুপোর গহনা এমনকি নগদ টাকাও উধাও। ঘটনায় কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষে প্রণতি অট্ট বলেন, “আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। আজ সকালে ফিরে এসে দেখি দরজা জানালার গ্রিল সব কাটা রয়েছে।  সাত-আট লক্ষ টাকার গহনা, নগদ ৩০ থেকে ৪০ হাজার টাকা চুরি করে নিয়েছে। মিষ্টি, চকলেট খেয়ে ছড়িয়েছে। জল খেয়েছে। পুলিশে অভিযোগ জানিয়েছি।”

Previous articleঅভাবের তাড়নায় নিজের সদ্যোজাত সন্তানকে অন্যের হাতে তুলে দিলেন মা-বাবা, শোরগোল পশ্চিম মেদিনীপুরে
Next articleযুবকের মৃতদেহ উদ্ধার, সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here