Home Blog যুবকের মৃতদেহ উদ্ধার, সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য

যুবকের মৃতদেহ উদ্ধার, সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য

28
0

মেদিনীপুর : একটি নির্মীয়মান ফ্ল্যাটের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার মেদিনীপুর শহরে। বুধবার শহরের বাসট্যান্ড সংলগ্ন একটি নির্মীয়মান ফ্ল্যাটের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। ওই যুবকের নাম অভিজিৎ মজুমদার (৩০)। বাড়ির শহরের অশোকনগরে। জানা গিয়েছে, গত রবিবার থেকেই সে নিখোঁজ ছিল। থানায় তার নিখোঁজ ডায়েরিও করে পরিবারের পক্ষ থেকে। অবশেষে এদিন দুপুরে ওই ফ্ল্যাটের পাশ থেকে প্রাচীর ঘেরা ফাঁকা জায়গা থেকে অভিজিতের মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি যুবকের বাইক ও জুতো উদ্ধার করা হয়েছে। তার পকেট থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। সঙ্গে ওই যুবকের সঙ্গে তার প্রেমিকার ছবিও পাওয়া গিয়েছে। ওই সুইসাইড নোট ঘিরে ব্যাপক চাঞ্চল্য। সূত্রের খবর, প্রেমিকাকে নিয়ে বাঁচার অনেক স্বপ্ন দেখেছিলেন অভিজিৎ। এমনই উল্লেখ রয়েছে সুইসাইড নোটে। ঘটনার তদন্তে নেমে অভিজিতের প্রেমিকাকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য। অভিজিতের পরিবারের অভিযোগ, লালগড়ের বাসিন্দা এক যুবতীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল অভিজিতের। সে অশোকনগরের একটি মেসে থাকতো পড়াশোনার জন্য। তার পড়াশোনা সহ যাবতীয় খরচ অভিজিৎ যোগাতেন। পরিবারের বক্তব্য, তারা রেজিস্ট্রি ম্যারেজও করেছিল। কিন্তু গত কয়েক মাসে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পরিবারের আরও অভিযোগ, ওই মেয়েটি সম্পর্ক থেকে বেরিয়ে আসার হুমকিও দিচ্ছিল। যে কারণেই অভিজিৎ আত্মহত্যা করতে পারেন বলে অনুমান। তবে অনেকেই জানাচ্ছেন, ওই মেয়েটি সম্প্রতি আরও একটি ছেলের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Previous articleমেদিনীপুর শহরে চুরি লক্ষাধিক টাকার গহনা, তদন্তে পুলিশ
Next articleগোপগড় ইকো পার্কে উঁকি দিয়ে শহরের কাছ থেকে ঘুরে গেল হাতির পাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here