Home Blog খেলার মাঠে খোশ মেজাজে গল্পে মত্ত, শুঁড়ে ধরে আছাড় মারলো হাতি

খেলার মাঠে খোশ মেজাজে গল্পে মত্ত, শুঁড়ে ধরে আছাড় মারলো হাতি

38
0

গ্রামের কয়েকজন মিলে পাশের খেলার মাঠে আড্ডা জমিয়েছিলেন। খোশ মেজাজে চলছিল তাদের গল্প। আর সেই সময় পেছন থেকে একটি হাতি এসে শুঁড়ে ধরে আছাড় মারলো এক ব্যক্তিকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতির অবনতি দেখে স্থানান্তরিত করা হয় কলকাতায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি ১১ টা নাগাদ শালবনীর বাগমারী গ্রামে। আহত ওই ব্যক্তির নাম অশোক ঘোষ (৫৪), বাড়ি ওই গ্রামে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ অশোক বাবুসহ আরও কয়েকজন বাগমারী গ্রামের একটি ফুটবল মাঠে বসে গল্প করছিলেন। সেই সময় একটি দলছুট দাঁতাল তাদের কাছে চলে আসে। অন্যরা দৌড়ে পালাতে সক্ষম হলেও অশোক বাবুকে শুঁড়ে ধরে আছাড় মারে। খবর পেয়ে গ্রামের অন্যান্য লোকজন গিয়ে হাতিটিকে তাড়িয়ে উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, পাঁজর ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এক বন আধিকারিক জানিয়েছেন, “বারবার প্রচার করা হচ্ছে রাতের বেলায় কোনভাবে জঙ্গল বা জঙ্গল লাগোয়া ফাঁকা জায়গায় বসে না থাকার জন্য। তারপরও সাবধান না হওয়ায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে।” শনিবার ওই আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে যান বনকর্মীরা।

Previous articleমেদিনীপুরে উরুষ উৎসবে দুই বাংলা
Next article১০০ দিনের কাজ করেছেন তো? সত্যি জানতে গ্রামে ঘুরলেন জেলা শাসক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here