Home Blog পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু শিক্ষকের

পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু শিক্ষকের

29
0

ফের জেলায় হাতির হানায় মৃত্যু। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির নাপোতে। মৃত ব্যক্তির নাম বাদল দত্ত। বাড়ি কুসুমপুরে। পেশায় কেশিয়াড়ি হাইস্কুলের শিক্ষক। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বেলদা রেঞ্জের তেলে পুষ্করিণির জঙ্গলে ৬০টি হাতির একটি পাল প্রবেশ করে। খবর ছড়িয়ে পড়তেই পাশাপাশি এলাকার বাসিন্দারা ভিড় জমান হাতি দেখতে। পরিস্থিতি বেগতিক দেখেই মাইকিং শুরু করে বনদপ্তর। জঙ্গল থেকে বেরিয়ে যেতে বলেন উৎসুক জনতাকে। হাতিকে বিরক্ত না করা এবং কাছাকাছি না যেতেও সতর্ক বার্তা দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  হাতিগুলিকে তাড়ানোর জন্য নয়াগ্রাম এবং কলাইকুন্ডা থেকে একাধিক হুলা টিম মোতায়েন করা হয়েছিল। সন্ধ্যে নামতেই হাতিগুলি জঙ্গল ছেড়ে কুসুমপুর এলাকায় চলে যায়। পিছু নেয় হুলা টিমের সদস্যরাও। সেই সময় মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন বাদল বাবু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় হাতির সম্মুখে পড়ে গেলে বাইক ফেলে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। হাতি শুঁড়ে ধরে আছাড় মারে। পরে হাতিগুলিকে তাড়িয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই ক্ষোভ সৃষ্টি হয় এলাকায়। ক্ষিপ্ত জনতা হুলা টিমের সদস্যদেরকে তাড়া করে বলেও অভিযোগ। হুলা টিমের এক সদস্য বলেন, “সকাল থেকেই মানুষজন হাতি দেখার জন্য ভিড় করেন জঙ্গলে। অনেকেই কাছাকাছি চলে যায় ছবি তোলার জন্য। সন্ধ্যা হলেও পাশাপাশি এলাকার মানুষজন হাতি দেখতে আসেন। হাতির গতিপথে বাধা সৃষ্টি হয়। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।” বেলদা রেঞ্জের আধিকারিককে ফোন করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।

Previous articleশিশুমনে পরিবেশ প্রেমের বীজ বপণে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সচেতনতা শিবির বনদপ্তরের
Next articleসুস্বাস্থ্য কেন্দ্রের বেড ঘিরে বিক্ষোভ, পথ অবরোধ গোয়ালতোড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here