Home Blog বিতর্কের পর ব্যাকড্রপে চেটানো হলো দিলীপ ঘোষের ছবি

বিতর্কের পর ব্যাকড্রপে চেটানো হলো দিলীপ ঘোষের ছবি

27
0

জেলা বিজেপি কার্যালয়ে ব্যাকড্রপে দিলীপ ঘোষের ছবি না থাকা নিয়ে বিতর্ক এবং জল্পনা তৈরি হয়েছিল। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-দের ছবি থাকলেও ছিল না দিলীপ ঘোষের ছবি। মেদিনীপুরে সাংসদ থাকাকালীন ওই ব্যাকড্রপে ছবি ছিল দিলীপ ঘোষের। এবারে তাঁকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। তারপরই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যালয় নতুন করে সাজানো হয়েছে। তাতে ব্যাকড্রপের ব্যানারে ছবি নেই দিলীপ ঘোষের। যাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক এবং জল্পনা তৈরি হয়েছিল। তবে দিলীপ ঘোষকে মেদিনীপুরে প্রার্থী করা নিয়ে এক প্রকার জল্পনা ছিলই দলের অন্দরে। তা আরও বাড়িয়ে দেয় এই ছবি না থাকা নিয়ে। অবশেষে সেই বিতর্কের অবসান ঘটালো বিজেপি নেতারা। আলাদা করে দিলীপ ঘোষের ছবি প্রিন্ট করে তাতে ছিটিয়ে দেওয়া হয়েছে। যদিও বিতর্কের কিছু দেখছেন না বিজেপি নেতারা। বিজেপির জেলা নেতা অরূপ দাস বলেন, “এতে বিতর্কের কিছু নেই। দিলীপ দা আমাদের হৃদয়ে রয়েছেন। তিনি মেদিনীপুরের সংগঠনকে গড়ে তুলেছেন। দল তাঁকে এবার বর্ধমান-দুর্গাপুরের দায়িত্ব দিয়েছে।” ছবি নিয়ে কটাক্ষ তৃণমূলের। তৃণমূলের দাবি, দিলীপ ঘোষের অনুগামীদের সান্ত্বনা দিতেই এই ছবি চেটানো হয়েছে।

Previous articleগরম উপেক্ষা করে দেব-কে দেখার ভিড়
Next articleবনকর্মীদের মৃত্যুতে মেলেনি চাকরি, বাঘ মৃত্যুর ঘটনাস্থলে শ্রদ্ধা জানালেন গ্রামবাসীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here