Home Blog লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলো পঞ্চায়েত সদস্য

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলো পঞ্চায়েত সদস্য

25
0

বিজেপি সমর্থিত নির্দল পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। লোধা সম্প্রদায়ের প্রতিনিধি অমিত নায়েক খড়্গপুর গ্রামীণের হরিয়াতাড়া এলাকার বিজেপি সমর্থিত নির্দলের পঞ্চায়েত সদস্য ছিলেন। শনিবার দুপুরে তিনি মেদিনীপুর শহরে জেলা তৃণমূল কার্যালয়ে হাজির হয়েছিলেন। যোগ দেন তৃণমূলে। খড়্গপুর গ্রামীণ বিধানসভা এলাকার হরিয়াতাড়াতে গত পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন অমিত নায়েক। জয়ী হয়েছিলেন। তারপরেই বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। অভিযোগ, পঞ্চায়েত সদস্য হিসেবে জয়লাভ করলেও ওই পঞ্চায়েতে তেমন উন্নয়নের কোন কাজ করতে পারছিলেন না তিনি। ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। পরিস্থিতি বিবেচনা করে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়ের কাছে। সেই মতো শনিবার দুপুর আড়াইটা নাগাদ তৃণমূলে যোগদান করেন তিনি। অমিত জানান, “জয়লাভ করে মানুষের জন্য কোন কাজ করার মত অবস্থা নেই। তাই মানুষের কাজ করার স্বার্থে তৃণমূলে যোগদান করলাম।” এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। সুজয় হাজরা বলেন, “২০১৯ এ বিজেপির যে সংগঠন খড়্গপুরে ছিল বর্তমানে কিছুই নেই। ফলে সকলের মোহভঙ্গ হয়েছে। এই লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়বে নিশ্চিত। জয়ী হবেন তৃণমূল প্রার্থী।”

Previous articleবনকর্মীদের মৃত্যুতে মেলেনি চাকরি, বাঘ মৃত্যুর ঘটনাস্থলে শ্রদ্ধা জানালেন গ্রামবাসীরা
Next articleপ্রখর রৌদ্রে পুলিশের নজর এড়িয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here