Home Blog নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী

নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী

27
0

লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিম মেদিনীপুরে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল পাঁচটা নাগাদ হেলিকপ্টারে করে তিনি পৌঁছান খড়্গপুরে। রাতে থাকছেন সংলগ্ন এলাকার একটি গেস্ট হাউসে। বৃহস্পতিবার জুন মালিয়ার সমর্থনে সভা করবেন, শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে সভা করবেন। দলের পক্ষ থেকে জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, “নেত্রী উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ দাঁতন এলাকায় একটি জনসভা করবেন প্রার্থী জুন মালিয়ার সমর্থনে। সেই জনসভা সেরে ফিরে আসবেন গেস্ট হাউসে। রাতে খড়্গপুরেই থাকবেন। দলের নেতাকর্মীদের সঙ্গেও কথা বলতে পারেন সেখানে। পরদিন হেলিকপ্টারে করে রওনা দেবেন পিংলার মুন্ডুমারি এলাকায়। সেখানে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দেব-এর সমর্থনে সভা করবেন। দেড়টা নাগাদ সেখানে সভা সেরে হেলিকপ্টারে করে যাবেন জেলার অপরপ্রান্ত গড়বেতায়। সেখানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করবেন। এই তিন সভা ঘিরে প্রচুর মানুষের উৎসাহ রয়েছে।” উল্লেখ করা যায়, এই তিন লোকসভা কেন্দ্রের মধ্যে ঝাড়গ্রাম লোকসভায় গত ২০১৯ এর নির্বাচনে বিজেপির কাছে হেরে গেলেও গত বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে সেই ভোট অনেকটাই উদ্ধার করে ফেলেছে তৃণমূল। সেই জায়গা আরও নিশ্চিত করতেই নেত্রীর জনসভা গড়বেতায়। অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় এক প্রকার নিশ্চিত ধরেই ফেলেছে তৃণমূল। গতবারে প্রায় এক লক্ষ ভোটের ব্যবধান ছিল। সেই ব্যবধান নিয়েই সংশয়। অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ২০১৯ এর নির্বাচনে হেরেছিল বিজেপির কাছে তৃণমূল। তবে এবার সেখানে দিলীপ ঘোষ নেই। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত থেকে সেই লোকসভা ছিনিয়ে নেওয়ার প্রচার লড়াই শুরু। তা নিশ্চিত করতে হাজির হচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ২৬ এপ্রিল দাঁতন এবং খড়্গপুরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Previous articleFood is our common ground, a universal experience
Next articleঅবশেষে জেলায় বামেদের হয়ে প্রচারে নামার বার্তা কংগ্রেসের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here