Home Blog ভোটের আগেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার বদল

ভোটের আগেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার বদল

28
0

ভোটের পাঁচ দিন আগেই বদল হয়ে গেলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার। এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্যের তরফে নামের প্যানেল জমা পরার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা গিয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর এবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সোমবার সন্ধ্যায় এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে। আর ভোটের আগেই সরানো নিয়ে জল্পনা ছড়িয়েছে। আগামী ২৫ মে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। তার আগে এই বদলি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে পুলিশ সুপারকে ঘিরে বিরোধী দলগুলির ক্ষোভ ছিলই। একাধিকবার বলতে শোনা গিয়েছে ভোটের আগেই পুলিশ সুপারকে সরানোর কথা। বিজেপি নেতারা এও জানিয়েছিলেন তারা পুলিশ সুপারকে সরানোর জন্য নির্বাচন কমিশনে জানাবেন। গত শনিবার পাঁচখুরি এবং পিড়াকাটাতে নির্বাচনী জনসভায় এসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রাতে খড়্গপুর সংলগ্ন একটি হোটেলে বিজেপি নেতার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তার পরদিন অর্থাৎ সোমবার জেলার পুলিশ সুপারকে সরানো হলো। তবে রাজ্যের মুখ্যসচিবের কাছে মঙ্গলবার বেলা এগারোটার মধ্যে তিনজনের নাম চেয়েছে কমিশন। তা জমা পরার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তৃণমূলের পক্ষ থেকে মোদি সরকারকে তোপ দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, “যে জেলায় বিজেপি নেতাকে হিসাব বহির্ভূত নগদ লক্ষ লক্ষ টাকা সহ পুলিশ ধরেছে, সেই জেলারই পুলিশ সুপারকে সরালো কমিশন। এটাই ‘মোদির গ্যারান্টি’। আসলে বিজেপি চেয়েছিল এইভাবে টাকার বিনিময়ে ভোট কিনতে।”

Previous articleপ্রধানমন্ত্রীর সভার পরেই হোটেলে বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা
Next articleমিঠুন চক্রবর্তীর রোড-শো-তে তৃণমূলের স্লোগান ঘিরে উত্তেজনা, জলের বোতল ও ইট ছোড়াছুড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here