Home Blog ফের পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিচ্ছেন ধৃতিমান সরকার

ফের পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিচ্ছেন ধৃতিমান সরকার

24
0

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ধৃতিমান সরকার। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরে লোকসভা ভোটের পাঁচ দিন আগে (২০ মে) তাঁকে বদলি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। দায়িত্ব দেওয়া হয়েছিল সোনাওয়ানে কুলদীপ সুরেশ-কে। ভোটের আগেই সরানো নিয়ে জল্পনা ছড়িয়েছিল। জল্পনা আরও বাড়িয়ে তুলেছিল খড়্গপুর সংলগ্ন একটি হোটেলে বিজেপি নেতার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের পরদিন পুলিশ সুপারের বদলি ঘিরে। তৃণমূলের পক্ষ থেকে মোদি সরকারকে তোপ দেগেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজ মাধ্যমে লিখেছিলেন, “যে জেলায় বিজেপি নেতাকে হিসাব বহির্ভূত নগদ লক্ষ লক্ষ টাকা সহ পুলিশ ধরেছে, সেই জেলারই পুলিশ সুপারকে সরালো কমিশন। এটাই ‘মোদির গ্যারান্টি’। আসলে বিজেপি চেয়েছিল এইভাবে টাকার বিনিময়ে ভোট কিনতে।” ভোট প্রক্রিয়া মিটতেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে ধৃতিমান সরকারকে। মঙ্গলবার তার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। অপরদিকে সোনাওয়ানে কুলদীপ সুরেশকে ডিসিআর ব্যারাকপুরে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Previous articleফের হাতির হানায় মৃত্যু শালবনিতে
Next articleকুয়েতে অগ্নিকাণ্ডে মৃত্যু ইঞ্জিনিয়ারের মৃতদেহ পৌঁছালো মেদিনীপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here