Home Blog শহরে যানজটের মূলে টোটো, টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্দোলনে টোটো চালকরা

শহরে যানজটের মূলে টোটো, টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্দোলনে টোটো চালকরা

19
0

মেদিনীপুরে যানজটের মূল হল টোটো। প্রতিদিন কয়েক হাজার টোটো চলাচল করে শহরের রাস্তায়। প্রতিনিয়ত তা বেড়েই চলেছে। যার পেছনে শাসকদলের নেতাকর্মীদের মদত রয়েছে বলেও অভিযোগ। লোকসভা নির্বাচনের পরে সেই টোটোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। তার আগেই টোটো চালকেরাই টোটোর বিরুদ্ধে নামলেন রাস্তায়। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে ই-রিক্সা অপারেটর ইউনিয়নের ডাকে বিক্ষোভ মিছিল অভিযান হয়। টোটো চালকরা শহরের রাস্তায় মিছিল করে হাজির হয় জেলা শাসকের দফতরের সামনে। নিজেদের একগুচ্ছ দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখায়। সংগঠনের সম্পাদক সুমন দাস বলেন, “২০১৯ সালে প্রশাসন একটি বৈঠক করে আমাদের জানিয়েছিল রেজিষ্ট্রেশন ছাড়া আর কোনো টোটোকে অনুমতি দেওয়া হবে না মেদিনীপুরে। পরিবহন দফতরের দেওয়া অনুমতি নিয়ে টোটো চলছে ২৮৩ টি, পৌরসভার দেওয়া নম্বর নিয়ে চলছে ৫৮৮ টি ৷ কিন্তু তারপরেও বিনা অনুমতির টোটো রয়েছে কয়েক হাজার। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিয়ে শহরের যানজট সমস্যা মেটাক।” যদিও বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস। তিনি বলেন, “ভাবের ঘরে চুরি করছে ওরা। তৃণমূলের ইউনিয়ন নাকি তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামছে। এটা নতুন ভাবে টুপি পরানোর চেষ্টা জনগণকে। মানুষ এসব বোঝে।”

Previous articleঅপরিচিত মহিলাকে জঙ্গলের রাস্তা থেকে উদ্ধার করে ভর্তি মেদিনীপুর হাসপাতালে
Next articleকৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে পশ্চিম মেদিনীপুরে দুই কৃষকের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here