Home Blog ফুটপাত থেকে হকারদের অন্যত্র সরাতে মেদিনীপুরে পদক্ষেপ শুরু প্রশাসনের

ফুটপাত থেকে হকারদের অন্যত্র সরাতে মেদিনীপুরে পদক্ষেপ শুরু প্রশাসনের

33
0

যত্রতত্র পার্কিং রুখতে পুলিশের অভিযানের মধ্যেই এবার যানজট মুক্ত করতে হকারদের অন্যত্র সরানোর পদক্ষেপ শুরু প্রশাসনের। বৃহস্পতিবার নবান্নে হকারদের অন্যত্র সরিয়ে পুনর্বাসন দেওয়া যায় কিনা তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মেনেই মেদিনীপুর শহরে শুরু হয়ে গেল হকারদের হিসেবনিকেশ। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর মহকুমা শাসক, পৌরসভার পৌরপ্রধান সহ জনপ্রতিনিধি ও আধিকারিকরা শহরের কলেজ রোডে ফুটপাতে কত হকার রয়েছে তার তালিকা তৈরি করলেন। যার মধ্যে খাবারের দোকান রয়েছে ৯০ শতাংশ। ওই হকারদের রুটিরুজি বাঁচিয়ে কিভাবে অন্যত্র সরানো যায় তার পরিকল্পনা করছেন প্রশাসনের আধিকারিকরা। মহকুমা শাসক জানিয়েছেন, প্রাথমিকভাবে কত হকার রয়েছে ফুটপাতে তার তালিকা তৈরি করা হচ্ছে। তাদের অন্যত্র সরানো হবে। সেখানে কতজন হকারকে বসানো যাবে তাও দেখা হচ্ছে। তাদের রুটিরুজি যাতে বন্ধ না হয় তাও লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি দোকান রাস্তার উপর চলে এসেছে এমন হকারদের সরানো শুরু করলেন তৃণমূলের হকার সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার তারা রাস্তায় নেমে হকারদের নিজেদের দোকানের মধ্যে সীমাবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। তৃণমূলের সারা বাংলা স্ট্রিট হকার ইউনিয়নের জেলা সভাপতি শেখ লিয়াকত বলেন, “যারা ফুটপাত থেকে সরে রাস্তা দখল করে বসে আছেন তাদের সরতে বলা হচ্ছে। না হলে প্রশাসন পদক্ষেপ নেবে আমরা দায়িত্ব নিতে পারব না।”

Previous articleমুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মধ্যেই বনদপ্তরের জায়গায় ক্লাব ঘর নির্মাণের চেষ্টা, রাতেই অভিযান পুলিশ ও বনদপ্তরের
Next articleখোদ পৌরপ্রধানের ওয়ার্ডেই জল দুর্ভোগ, সমাধান না হওয়ায় মহকুমা শাসকের দ্বারস্থ বাসিন্দারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here