Home Blog Quality test of petrol: কি দিচ্ছে পেট্রোল পাম্প! মেদিনীপুরে একের পর এক...

Quality test of petrol: কি দিচ্ছে পেট্রোল পাম্প! মেদিনীপুরে একের পর এক পেট্রলপাম্পে মহাকুমা শাসক

47
0

 

মেদিনীপুর:
মেদিনীপুর শহর
সংলগ্ন এলাকায় থাকা একের পর এক
বিভিন্ন পেট্রোল পাম্পে মঙ্গলবার দুপুরের পর হঠাৎ হাজির হয়ে গেলেন মেদিনীপুরের
মহকুমা শাসক
(SDO Midnapore)। পুলিশ ও বিভিন্ন আধিকারিকদের
সঙ্গে নিয়ে মেদিনীপুর শহরের বিভিন্ন পেট্রোল পাম্প
(petrol pump) গুলি পরীক্ষা করেন তিনি। খতিয়ে দেখেন-পেট্রোলের গুণমান Quality
test of petrol, তাপমাত্রা
, পরিমাণ।

 

মেদিনীপুর(Medinipur) শহরে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রলে ভেজাল
দেওয়া
, গুণগত মান খারাপ থাকা, পরিমাণে কম দেওয়ার মত অভিযোগ এর আগেও উঠেছিল বেশ কয়েকবার।
অভিযোগে উত্তেজনাও ছড়িয়েছিল ইতিপূর্বে। সেখানে অভিযান চালানো হয়েছিল ক্রেতা
সুরক্ষা দপ্তর ও বিভিন্ন দপ্তর এর পক্ষ থেকে। কয়েকটি পাম্পকে সিল করার ঘটনাও
ঘটেছিল পরে। এতে বেশ কিছুটা পরিস্থিতির পরিবর্তন হয়েছিল। এবার সেই শুধরে যাওয়া
পরিস্থিতির ধারাবাহিকতা পরীক্ষা করতে মঙ্গলবার দুপুরে অতর্কিত অভিযান মেদিনীপুর
সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জির। পুলিশ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে
মেদিনীপুর শহরের বড়তলা নিমতলা সহ একাধিক পাম্পে অভিযান চালান তিনি। এরপরের সেখান
থেকে শহর সংলগ্ন ধ
র্মা এলাকার বিভিন্ন
পাম্প গুলিতেও পরীক্ষা করেছেন বিভিন্ন জিনিস।

 


মহকুমা শাসক
মধুমিতা মুখার্জি
(SDO Madhumita Mukherjee) বলেন-পাম্প গুলিতে পেট্রোলের গুণমান পরীক্ষা করা হচ্ছে। তাপমাত্রা, পরিমান ঠিক রয়েছে কিনা, সমস্ত যন্ত্রাংশ ঠিক রয়েছে কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন রয়েছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। অভিযানটা
অব্যাহত থাকবে।
(Raid on petrol pump)

 

 

মেদিনীপুর
শহরে
(Midnapore town) পুরনো বেশ কিছু পেট্রোল
পাম্প রয়েছে যেখানে গুণগত মান নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। সে সাথে প্রশাসনিক
তৎপরতার দাবি তুলেছিলেন বহুবার। সম্প্রতি এমন বেশ কিছু কারণে প্রশাসনের পক্ষ থেকে
পাম্পগুলিতে পুনরায় নজরদারি শুরু করা হচ্ছে বলে জানা গিয়েছে। অতর্কিত অভিযান আরো
বেশ কিছু পেট্রোল পাম্পে হবে বলেও জানা গিয়েছে। প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে
পাম্পের বিভিন্ন মেশিনারি পরীক্ষা করবেন আধিকারিকরা।
তবে এদিনের মেদিনীপুর শহরের
থাকা পাম্পগুলিতে তেমন কোনো বড়ো সমস্যা ধরা পড়েনি বলেই জানিয়েছেন মহকুমা শাসক ৷ 


Previous articleR G KAR MEDICAL কাণ্ডের জের ! মেদিনীপুর হাসপাতালে সমস্ত পরিষেবা থেকে হাত গুটিয়ে নিল জুনিয়র ডাক্তাররা, ভোগান্তি রোগীদের।
Next articleR G Kar Medical কান্ডের প্রতিবাদে মোবাইল টর্চ জ্বালিয়ে জুনিয়ার ডাক্তাররা রাস্তায়, বেহাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here