Home Blog R G Kar Medical কান্ডের প্রতিবাদে মোবাইল টর্চ জ্বালিয়ে জুনিয়ার ডাক্তাররা রাস্তায়,...

R G Kar Medical কান্ডের প্রতিবাদে মোবাইল টর্চ জ্বালিয়ে জুনিয়ার ডাক্তাররা রাস্তায়, বেহাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল

24
0

 

মেদিনীপুর:
আর জি কর
( R G Kar Medical) মেডিকেল কলেজ হাসপাতালের
ঘটনার প্রতিবাদ করে কর্ম বিরতি চলছে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে জুনিয়র
ডাক্তারদের
(junior doctor)। তারপরেও আরো সুর চড়লো
প্রতিবাদের। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের রাস্তায় প্রতিবাদী মিছিল বের করে
মেদিনীপুরের রিং রোড পরিক্রমা করলেন হাজারের বেশি
Medinipur Medical
college এর ছাত্র-ছাত্রী তথা জুনিয়র ডাক্তাররা। কালেক্টরেট মোড়
এলাকায় সন্ধ্যা সাতটার পর বৃষ্টিতে ভিজে মোবাইলের টর্চ জ্বালিয়ে অভিনব প্রতিবাদ
করলেন তারা। প্রতিবারই স্লোগানে পরিক্রমা করলেন মেদিনীপুর শহর
(Midnapur
town)

 

অন্যদিকে
জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতিতে আউটডোর পরিষেবার
(Outdoor
Facility) সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি পরিষেবা থেকেও তারা সরে এসেছেন।
এই পরিস্থিতিতে নেই পর্যাপ্ত সিনিয়র চিকিৎসক। ফলে একাধিক বিভাগে ভেঙে পড়েছে
চিকিৎসা ব্যবস্থা মেদিনীপুর হাসপাতালে
(Medinipur hospital)
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বহু রোগীকে মঙ্গলবার সকাল থেকে দিনভর ফিরে যেতে
হয়েছে।

 

মেদিনীপুর
মেডিকেল কলেজ হাসপাতালে-সব মিলিয়ে রয়েছে ৯৫০ টি বেড। কিন্তু ভর্তি থাকেন ঘরে
১২০০ থেকে ১৩০০ রোগী প্রায়। আউটডোরে প্রতিদিন গড়ে আড়াই হাজার এর বেশি রোগী
আসেন। তবে এই রোগীর অনুপাত অনুসারে চিকিৎসকের সংখ্যা অনেক কম। সেই ঘাটতি মেটান
জুনিয়র ডাক্তাররাই। কিন্তু তারা কর্ম বিরতিতে চলে যাওয়াতে চিকিৎসা পরিষেবাতে
ঘাটতি দেখা দিয়েছে সোমবার বিকেলের পর থেকেই।

 

দফায় দফায়
জুনিয়র ও সিনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন আধিকারিকরা। মেদিনীপুর মেডিকেল
কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী জানিয়েছেন-“সিনিয়র চিকিৎসকদের সকলকেই
তৎপরতার সঙ্গে কর্তব্যে থাকতে অনুরোধ করা হয়েছে। তারা পরিস্থিতি স্বাভাবিক রাখার
চেষ্টা করছেন।”


তবে তা বললেও বাস্তবে
সেই পরিস্থিতি তৈরী হয় নি ৷ আউটডোর পরিষেবা অনেকটাই ভেঙে পড়েছে ৷ বহু রোগি ও তার পরিবার
হাসপাতালে এসে ফিরেছেন চিকিত্সা না পেয়ে ৷ এই সুযোগ কাজে লাগাচ্ছে মেদিনীপুর শহরের
নার্সিংহোমগুলি(Nursing home) ৷ বহু রোগীরা উপায় না দেখে জরুরি পরিস্থিতির কারনে ভর্তি
হয়েছেন মেদিনীপুরের বিভিন্ন নার্সিংহোমগুলিতে ৷ তা হলেও জুনিয়ার ডাক্তারেরা জানিয়ে
দিয়েছেন- আর জি কর মেডিক্যালে যা ঘটেছে , তার জন্য সঠিক তদন্ত ও দোষীরা চিহ্নিত না
হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ৷ শুধু মেদিনীপুর মেডিক্যালেই নয়,রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল
কলেজ হাসপাতাল গুলিতে এই আন্দোলন জারি থাকছে ৷ 


Previous articleQuality test of petrol: কি দিচ্ছে পেট্রোল পাম্প! মেদিনীপুরে একের পর এক পেট্রলপাম্পে মহাকুমা শাসক
Next articleRG Kar : সত্যিই মেয়েরা “রাত দখল” করলো মেদিনীপুরের রাস্তায় ! বিরল নজির প্রতিবাদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here