Home Blog RGkar : আর জি কর কাণ্ডে মেদিনীপুরের রাস্তায় আইনজীবি-CPIM-TMC-BJP !

RGkar : আর জি কর কাণ্ডে মেদিনীপুরের রাস্তায় আইনজীবি-CPIM-TMC-BJP !

36
0

 

Midnapur: আরজিকর (RGkar)
ইস্যুতে শনিবার মেদিনীপুর শহর
(Medinipur town)জুড়ে একাধিক রাজনৈতিক দলের কর্মসূচিতে জেরাবার
পরিস্থিতিঅন্যদিকে বাড়ানো হয়েছে Medinipur
Medical college হাসপাতালের নিরাপত্তা। মোতায়েন হয়েছে বিশাল পুলিশ
বাহিনী।
শাসকদল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল RGkar ইস্যুকে নিয়ে রাস্তায়
নিজেদের অবস্থান তুলে ধরার প্রতিযোগীতা করেছে কার্যত মেদিনীপুরে ৷

 

শনিবার দুপুরের পরে
মেদিনীপুর শহরে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল
, বিজেপি এবং সিপিএম মিছিল করে। মিছিল করেন জেলা আদালতের
আইনজীবীরাও
(lowers)। তবে এই কর্মসূচির জেরে
সতর্ক ছিল পুলিশ। মেদিনীপুর হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
আইনজীবিরা
মেদিনীপুর জেলা আদালত থেকে মিছিল করে শহরের রিং রোড পরিক্রমা করে।
উপস্থিত ছিলেন আইনজীবী তীর্থঙ্কর ভকত
, শুভজিৎ রায় সহ অন্যান্যরা। তীর্থঙ্কর ভকত বলেন, “অধ্যক্ষ হচ্ছেন মূল আসামি। আর সিভিক ভলান্টিয়ার এখানে মূল্যহীন একজন আসামী।
তাকে বলির পাঁঠা করা হয়েছে। যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আজ মানসম্মান মাটিতে মিশে
গিয়েছে। পুলিশের প্রাথমিকভাবে যা করনীয় তা করেনি।”

 

বিকেলে
মিছিল করে তৃণমূল।
মহিলা তৃণমূলের কয়েকশ
কর্মী সমর্থকদের নিয়ে বিশাল প্রতিবাদ মিছিল করেন তাঁরা মেদিনীপুর শহরে৷ তারাও দাবি
তোলে রাজনীতি নয়
, দোষীর ফাঁসি চাই।
অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে।সেই সাথে তাদের দাবি-
RGKAR Medical ইস্যুতে বিরোধীরা কুত্সা করছে ৷ তাও বন্ধ করতে হবে ৷   এদিনের TMC-মিছিলে উপস্থিত
ছিলেন
, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের
সভাপতি সুজয় হাজরা
, বিধায়ক দীনেন রায়
সহ অন্যান্য নেতৃত্ব।
এদিনই বিকেলের পরে কোতোয়ালি
থানায় বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। তাদের অভিযোগ
, আরজিকর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে পুলিশি
অত্যাচারের শিকার হতে হচ্ছে। বহু আন্দোলনকারীদের গ্রেপ্তার করছে পুলিশ। অন্যদিকে
শুক্রবার ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশ ও এসইউসিআই (SUCI) কর্মীদের মধ্যে ধস্তাধস্তির জেরে
১৪ জন এসইউসিআই কর্মীকে গ্রেফতার করে
ছে পুলিশ।
শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে(Medinipur Medical College Hospital) তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে
নিয়ে যায়। সেই সময় হাসপাতাল চত্বরে এসইউসিআই কর্মীরা বিক্ষোভ (Agitation) দেখায়। তাদের
অভিযোগ
, দোষীদের শাস্তি দিতে না পেরে
আন্দোলনকারী (Movement) ছাত্র-ছাত্রীদের (Students) গ্রেফতার করেছে পুলিশ। 



Previous articleSusanta Ghosh : মহিলার সঙ্গে আপত্তিকর মুহূর্তের ভিডিও ভাইরাল, সিপিআইএমের জেলা সম্পাদকের পদ থেকেই সরানো হলো সুশান্ত ঘোষকে।
Next articleRG Kar :ডার্বি বাতিল! মেদিনীপুরে পথে ক্রীড়া প্রেমীরা, স্বর উঠল আরজিকরের বিচার চাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here