Home Blog RGKar : মেদিনীপুর মেডিকেলেও অত্যাচার চালায় তৃণমূল ছাত্র পরিষদ! ঘটতে পারে আরজিকর...

RGKar : মেদিনীপুর মেডিকেলেও অত্যাচার চালায় তৃণমূল ছাত্র পরিষদ! ঘটতে পারে আরজিকর কান্ড। প্রিন্সিপালকে সাড়ে ৬ ঘন্টা ধরে আটকে রাখলো জুনিয়ার ডাক্তাররা

23
0

 

মেদিনীপুর:  মেদিনীপুর মেডিকেল কলেজেও ছাত্র-ছাত্রীদের ওপর
নানা রকম রেগিং (Ragging) করা হয়। এখানেও আরজিকর (RGkar) কান্ড ঘটার মতো পরিস্থিতি রয়েছে। টিএমসিপি (TMCP) ছাত্রনেতারা নাকি এই সমস্ত কান্ড করে। সম্প্রতি তারা নাকি বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে
ছাত্রছাত্রীদের। তাই অবিলম্বে টিএমসিপি-র ছাত্র নেতা কে কলেজ থেকে বের করার দাবি
করে মেদিনীপুর মেডিকেল কলেজে (Medinipur Medical college) তিনবার বিক্ষোভ চলল জুনিয়র ডাক্তারদের (junior doctor)।
প্রিন্সিপালের কাছে লিখিতভাবে তারা জানালেন-অবিলম্বে টিএমসিপি ছাত্রনেতা
মুস্তাফিজুর রহমানকে কলেজ থেকে বের করতে হবে। তা না হলে আন্দোলন জারি থাকবে।”

 

 

 

বিক্ষোভকারী
জুনিয়র ডাক্তাররা এদের মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল (principal) মৌসুমী নন্দীর
অফিসের সামনে ঘেরাও বিক্ষোভ চালান দীর্ঘক্ষণ। হাতে টিএমসিপি ছাত্রনেতা মুস্তাফিজুর
রহমানের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে মোস্তাফিজুর এর সঙ্গে সন্দীপ ঘোষের ছবি
রয়েছে একসঙ্গে। ছবি রয়েছে বেশ কিছু গ্রুপ ছবিতেও। তাই সন্দীপ ঘোষের (Sandip Ghosh) সঙ্গে
সম্পর্কিত এমন মোস্তাফিজুরের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ তুলে কলেজে বিক্ষোভ
দেখালেন জুনিয়র ডাক্তারদের একটা অংশ।
বিক্ষোভরতা
এক ছাত্রী বলেন-” এই মেডিকেল কলেজেও ছাত্র-ছাত্রীদের ওপর নানা রকম টর্চার হয়।
রেগিং করা হয়। যার নেপথ্যে থাকে তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন নেতৃত্বরা। যারা এই
মেডিকেল কলেজেরই সিনিয়র ছাত্র। আমরা এই কলেজে আমাদের নিরাপত্তার স্বার্থে এই
ধরনের ছাত্রদের(students) অবিলম্বে বহিষ্কারের দাবি করছি।”

 

 

বিক্ষোভরত(Agitation) ছাত্র-ছাত্রীদের আরো অনেকেই বলেন-” তৃণমূল ছাত্র পরিষদের দাপাদাপির কারণে কেউ
কোন অভিযোগ করলে তাকে টার্গেট করা হয়। উল্টে ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা
জানায় এই সমস্ত অভিযোগে তাদের নাকি কিছু হবে না। তাই এদের বিরুদ্ধে অবিলম্বে
প্রিন্সিপালকে ব্যবস্থা নিতে হবে।”

 

 

দীর্ঘক্ষণ
ধরে বিক্ষোভ দেখিয়ে লিখিতভাবে এই সমস্ত দাবি তারা দিয়েছেন প্রিন্সিপালকে।
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রিন্সিপাল।
রাত আটটা পর্যন্ত ঘেরাও এর পরে কলেজকর্তারা নিজেদের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন
৷ সেখানে সিদ্ধান্ত নিয়ে প্রিন্সিপালের পক্ষ থেকে জানানো হয়- যে সমস্ত অভিযোগ রয়েছে
সেগুলি দেখে আমরা তদন্ত করছি ৷ তাছাড়া বেশ কিছু দাবি করা হচ্ছে অনেককে বের করার জন্য৷সেগুলি
দেখে আমরা ব্যাবস্থা নিচ্ছি ৷  প্রিন্সিপালের
কাছে ইতিবাচক প্রতিশ্রুতী পেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় ও বিক্ষোভ ওঠে ৷ 

RGkar,Midnapur Medical college, TMCP, junior doctor,agitation, principal, Ragging,


Previous articleDaspur : বিবাহিত গৃহবধূকে নিয়ে পালানোর কুপ্রস্তাব রাজমিস্ত্রির, অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে খুটিতে বাঁধলেন গ্রামবাসীরা
Next articleGhatal : দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না ঘাটাল বাসীর, ঘাটালে ৬ টি ওয়ার্ড জলমগ্ন,প্রশাসনের আশঙ্কা ডেঙ্গু সংক্রমনের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here