![]() |
ডালা খুলতেই মিল্ক ভ্যানের ভেতরে সাজানো প্যাকেট |
মেদিনীপুর:
ধবধবে সাদা দুধের ভ্যান। বড় বড় করে লেখা আছে মিল্ক ভ্যান (Milk van)। আর সেই ভ্যানের ভেতরে
বড় বড় শব্দবাজির (Crackers) প্যাকেট ঠেসে ভর্তি করা। নির্দিষ্ট একটি স্থানে সেটি ভর্তি করে
জাতীয় সড়ক ধরে পাচার হচ্ছিল কোথাও। পুলিশের কাছে খবর এসে গিয়েছিল দুধের ভ্যানে
সন্দেহজনক কিছু আছে (Police raid)। রাতে ওত পেতে অপেক্ষা করছিল জাতীয় সড়কের উপরে (Highway)। ভ্যান
পৌঁছতেই আটক। ডালা খুলতেই বেরিয়ে এলো বহু জিনিসপত্র।
মঙ্গলবার
গভীর রাতে এই দুধের গাড়িটি আটক করা হয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকাতে
জাতীয় সড়কের ওপরে। গাড়িটিকে আটক করে নিয়ে আসা হয়েছিল মেদিনীপুরের(Medinipur) কোতোয়ালি
থানাতে(Kotowali)। পুলিশের কাছে খবর ছিল ওই গাড়িতে করে সন্দেহজনক কিছু যাচ্ছে। তাই জাতীয়
সড়কের ওপরে ওত পেতে থেকে কোতোয়ালি থানার পুলিশ ওই গাড়ির জন্য অপেক্ষা করছিল
মঙ্গলবার রাতে। ধর্মা (Dhorma) সংলগ্ন এলাকাতে নির্দিষ্ট সময় তাকে আটকানো হয়। এরপর তার ডালা খুলে দেখা হয় ভেতরে দুধ তো নেই, রয়েছে বড় বড় প্যাকেট সাজানো। ভর্তি করা রয়েছে বিভিন্ন
রকমের শব্দবাজিতে। সাথে সাথে গাড়িতে থাকা দুজনকে আটক করে পুরো গাড়ি বাজেয়াপ্ত
করে নিয়ে আসা হয় কোতোয়ালি থানাতে।
পুলিশ জানতে
পেরেছে মেদিনীপুর সদর (Medinipur Sadar) ব্লকের ছেড়ুয়া (Cherua) এলাকা থেকে বাজি ভর্তি করে নিয়ে যাচ্ছিল
অন্য কোথাও। পুলিশের চোখে ধুলো দিতে দুধের গাড়িকে ব্যবহার করা হয়েছিল এই কাজে।
বেআইনি এই কাজে গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ
জানার চেষ্টা করছে এই গাড়িটিতে-দুধ নিয়ে যাতায়াত হত নাকি এই গাড়িকে এভাবে
বেআইনি কোন কিছু পাচারের জন্যই ব্যবহার করা হতো। তবে ঘটনায় চাঞ্চল্য কর পরিস্থিতি
কোতোয়ালি থানার এই উদ্ধারে।