Home Blog Medinipur : বাড়িতে রাখা মোটা টাকা নিয়ে ফেরার দুই নাবালক, ঘুরতে বেরিয়ে...

Medinipur : বাড়িতে রাখা মোটা টাকা নিয়ে ফেরার দুই নাবালক, ঘুরতে বেরিয়ে আটক আরপিএফ এর হাতে

134
0

 

মেদিনীপুর:
শনিবার সকাল সাড়ে নটা নাগাদ মেদিনীপুর স্টেশন চত্বরে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে
দুই নাবালককে ইতি-উতি ঘুরতে দেখছিলেন দীর্ঘক্ষণ ধরে রেলওয়ে কর্মীরা। অনেকক্ষণ ওই নাবালকদের
গতিবিধি সন্দেহজনক মনে হওয়াতে আরপিএফ গিয়ে তাদের ধরে। তাদের নাম পরিচয় জানার
চেষ্টা করে। কথাবার্তা অসংলগ্ন মনে হওয়াতে তাদের আটক করে নিয়ে আসা হয় আরপিএফ
পোস্টে। ডাকা হয় চাইল্ড লাইনকেও। বেশ কিছুটা সময় কাউন্সিলিং করতেই তাদের মুখ
থেকে বেরিয়ে এলো বাইরে ঘুরতে যাওয়ার গল্প।
 

 


 

 

মেদিনীপুর স্টেশন
এর আরপিএফ এর এক কর্তা বলেন-” সকালে বছর তেরো-র ওই দুই নাবালককে ট্যাক্সি
স্ট্যান্ডের সামনে দীর্ঘক্ষন ঘোরাফেরা করতে দেখা যায়। সন্দেহ হয় তাদের আটক করে
জিজ্ঞাসাবাদ করি। অনেকটা বোঝার পর চাইল্ড হেল্প লাইনের লোকজনদের খবর দিয়েছিলাম
আমরা। তারা এসে বিশদ উদ্ধার করে”। চাইল্ড হেল্প লাইনের মেদিনীপুরের
সুপারভাইজার চিরঞ্জিত চক্রবর্তী বলেন-” আমরা খবর পেয়ে এখানে এসেছিলাম। ওই
নাবালকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওদের বাড়ি মেদিনীপুরের নেপালি পরা এলাকাতে।
ওরা বাইরে কোথাও ঘুরতে যাবে এমন প্ল্যান করে বাড়ি থেকে মোটা টাকা নিয়ে বেরিয়ে
পড়েছিল। আমরা তাদের আটক করে সবকিছু তথ্য জানার পর পরিবারের লোকের হাতে তুলে
দিয়েছি।”

 


 

 আরপিএফ সূত্রে জানা গিয়েছে-দুই নাবালকের বাড়ি
পাশাপাশি। তারা দুজনেই বাড়িতে কাজের জন্য রাখা আঠাশ হাজার টাকা নিয়ে বেরিয়ে
পড়েছিল একদিন আগেই। বাড়ির লোকেরা তাদের খুঁজে না পেয়ে রাতেই কোতোয়ালি থানায়
মিসিং ডায়েরি করেছিল। পরদিন সকালে ট্রেন ধরে অন্য কোথাও যাওয়ার আগেই আরপিএফ এর
হাতে ধরা পড়ে।

 



Previous articleRGkar : জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হতেই উল্টো প্রতিক্রিয়া মেদিনীপুর মেডিকেলে! বিক্ষোভে উত্তাল ভুক্তভোগী রোগীদের
Next articleGhatal Flood: নৌকোতে ভেসেই প্রতিমা চলল মন্ডপে,বন্যার জল কমতেই ঘাটালের স্থলপথ নষ্ট হয়ে কঙ্কালসার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here