Home Ghatal Live Ghatal master plan: “মাস্টার প্লানে ৫০০ কোটি, ভাইয়েরা হবে কোটিপতি”-ঘাটাল জুড়ে বিজেপির...

Ghatal master plan: “মাস্টার প্লানে ৫০০ কোটি, ভাইয়েরা হবে কোটিপতি”-ঘাটাল জুড়ে বিজেপির পোস্টার

63
0

ঘাটাল: ঘাটাল মাস্টারপ্ল্যান এর জন্য প্রথম সরকারি বরাদ্দ বাজেটে ঘোষণা হয়েছে বুধবার রাজ্য বিধানসভাতে। প্রথম বরাদ্দ হয়েছে ৫০০ কোটি। প্রকল্পের জন্য খরচ হবে প্রায় দেড় হাজার কোটি। বিষয়টি ইতিবাচক ধরে নিয়ে ঘাটাল মহকুমা জুড়ে আসার আলো দেখছেন বন্যা কবলিত এলাকার লোকজন। শাসক দল এটা নিয়ে বিজয়উৎসব শুরু করেছে। কিন্তু সেই ইসুতে তৃণমূল পরিকল্পিত দুর্নীতি করতে চলেছে এমন অভিযোগ করে ঘাটাল জুড়ে পোস্টারিং করল বৃহস্পতিবার দিনভর। পোস্টারে তৃণমূলকে কটাক্ষ করে লেখা-” মাস্টার প্ল্যানের ৫০০ কোটি, এইবার ভাইয়েরা হবে কোটিপতি।”

ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণের আগে প্রাথমিক সেচ দপ্তরের ছক হিসেব সম্পন্ন হয়েছে বেশিরভাগটাই। বহু জায়গাতে জমি অধিগ্রহণ পর্ব অনেকটা সেরে ফেলেছেন প্রশাসনের আধিকারিকরা। বেশ কিছু জায়গায় নদীর খাল ড্রেজিং এর কাজও শুরু করে ফেলেছে সেচ দপ্তর। এবার রাজ্য বাজেটে বুধবার ঘোষণা করা হয়েছে ৫০০ কোটি টাকা বরাদ্দ হলো ঘাটার মাস্টার প্ল্যান কাজ শুরুর জন্য প্রথম ভাগে।




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাজেট শেষে ঘোষণা করেছেন- “প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যে প্রায় ৩৫০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে প্রাথমিক পর্বে। ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হলো এই বাজেটে। কেন্দ্রের কাছে বারবার চাওয়ার পরেও না মেলাতে নিজেদের পক্ষ থেকে এই টাকা দিয়ে কাজ শুরু করা হচ্ছে।”এই ঘোষণার পরেই ঘাটালে তৃণমূলের পক্ষ থেকে বিজয় মিছিল শুরু হয়ে গিয়েছিল। ঘাটালে বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে পথচারীদের মধ্যে তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু তারপর থেকেই পাল্টা কটাক্ষ করে রাজনীতি শুরু বিজেপির।



বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় সাদা কাগজে ছাপানো পোস্টার লিফলেট সাঁটানো হয়েছে। যেখানে লেখা রয়েছে-“মাস্টার প্ল্যানের ৫০০ কোটি, এইবার ভাইয়েরা হবে কোটিপতি”। পরিকল্পিত দুর্নীতির অভিযোগ করেছেন এই মাস্টার প্ল্যানের আড়ালে। বিজেপি যুব মোর্চার ঘাটাল শহর সভাপতি সায়ন সেনগুপ্ত বলেন-” ঘাটাল মাস্টার প্ল্যান এত বড় জিনিস সেখানে ৫০০ কোটি টাকা কোন কাজে লাগবে না। এটা আসলে লুট করার পরিকল্পিত প্ল্যান। অভিষেক ব্যানার্জি নিজেই বলেছিলেন দেড় হাজার কোটি টাকা দেবেন এই কাজে। সেই জায়গায় ৫০০ কোটি! কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়া এই ধরনের প্ল্যান কখনো বাস্তবায়িত হবে না। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দুই হাজার কোটি টাকা দেবে। কিন্তু রাজ্য সরকার তাদের সহযোগিতা না করে এই প্লানের নামে টাকা লুট করার প্ল্যান করেছে।”




এই প্রসঙ্গে ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলেন ” আসলে এত বড় উদ্যোগ বিজেপি হজম করতে পারছে না। বিভিন্ন ভুলভাল অভিযোগ করে এর মধ্যে রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে। ভিত্তিহীন অভিযোগ করে জিনিসটিতে নোংরামো ঢোকানোর চেষ্টা করছে। ঘাটালের মানুষ সব বোঝেন। ওদের কুৎসা কোন কাজে লাগবে না।”

Previous articleRoad tax: গাড়ির ট্যাক্স পেমেন্টের ঝক্কি শেষ ! রাজ্যে চালু নতুন নিয়ম
Next articleMedinipur Live: বাজারের চা দোকানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ! ভীড় জমে গেল দেখতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here