Home Blog MEDINIPUR: স্কুল ফাঁকি দিয়ে ড্যামের ধারে ৫, জলে তলিয়ে শেষ এক ছাত্র

MEDINIPUR: স্কুল ফাঁকি দিয়ে ড্যামের ধারে ৫, জলে তলিয়ে শেষ এক ছাত্র

2
0

মেদিনীপুর: বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছি বলেই বেরিয়েছিল ৷ মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের ৫ ছাত্র সম্ভবত একই কথা বলেই বিদ্যালয়ের নামে আসলে বেরিয়েছিল বেড়াতে ৷ মেদিনীপুর শহরের কিছুটা দুরে জঙ্গলসংলগ্ন আমড়াতলা ড্যামের সামনে হাজির হয়েছিল ৫ জন ছাত্র৷

সোমবার দুপুর একটা নাগাদ প্রায় নির্জন ওই স্থানে ৫ জন ছাত্রের সাথে কোনো ছাত্রীও নাকি হাজির হয়েছিল বলে দাবি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ৷ তখনই এক একাদশ শ্রেনীর ছাত্র হঠাত্ জলে স্নান করতে নামে ৷ মুহুর্তে গভীর জলাশয়ে তলিয়ে যায় সে ৷ খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগীতায় কয়েক ঘন্টা পরে উদ্ধার করে দেহ ৷ মৃত ছাত্রের নাম অংশু দাস ৷ তাঁর বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুর এলাকাতে ৷ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেনীর ছাত্র ছিল সে ৷

জানা গিয়েছে, এদিন সকাল দশটার পরে অংশু বাড়ি থেকে বের হয়েছিল স্কুলে যাওয়ার জন্য। স্কুলে না গিয়ে অংশু সহ কলেজিয়েট স্কুলের আরও চার বন্ধু এবং এক মেয়ে সাইকেলে করে চলে যায় গুড়গুড়িপাল থানার আমড়াতলা ড্যামে। সেখানেই অংশু স্নান করবে বলে জলাশয়ে নামে। সে নাকি সাঁতার জানে বলেও বন্ধুদের জানিয়েছিল। স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। স্থানীয়রা জানতে পেরে গুড়গুড়িপাল থানায় খবর দেয়। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জলে নেমে দীর্ঘক্ষণ পর তাকে উদ্ধার করে।

খবর দেওয়া হয় ওই ছাত্রদের পরিবারে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর একটা নাগাদ ওই ঘটনাটি ঘটে। সাড়ে তিনটে নাগাদ ওই ছাত্রের নিথর দেহ জল থেকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি ছাত্রদের পরিবারের লোকজন এসে তাদের নিয়ে যায়। দুর্ঘটনা নাকি অন্য কোন রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে এই ড্যামের ধারে ঘুরতে গিয়ে ও স্নান করতে নেমে ২০২৩ সালের অক্টোবর মাসে মেদিনীপুর মেডিক্যালের এক ইন্টার্নের মৃত্যু হয়েছিল ৷ তারপরেও নানা দুর্ঘটনা ঘটেছে বহুবার ৷ এবার ফের ছাত্রের মৃত্যু ৷

Previous articleJungle Mahal : সমাজ বদলাতে মাওবাদী হয়েছিলেন, মাইন বিস্ফোরণে ১৫ বছর জেল, অবশেষে মুক্তি শোভা-র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here