Cow smuggling : রাস্তা থেকে ষাঁড় ধরে পাচার করতে গিয়ে লরি সহ পাকড়াও ৫ জন

নারায়নগড় : রাস্তা থেকে ষাঁড় ধরে নিয়ে নাকি পাচার হচ্ছিল ৷ তাও আবার ৭ টি ষাঁড় ৷ লরিতে তুলে ওড়িষ্যা থেকে এই রাজ্যের ভেতরে প্রবেশ করছিল ৷ কিন্তু বাধ সাধল নারায়নগড় থানার পুলিশ ৷ পুলিশের নাকা চেকিং-এ ধরা পড়ো পুরো গাড়ি ৷ বহি:রাজ্য থেকে এই রাজ্যে প্রবেশ করার সময় ওই গাড়ি থেকে ৭ টি ষাঁড়কে উদ্ধার করা হয়েছে ৷ সাথে গাড়িতে থাকা পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷



বৃহস্পতিবার ভোরে খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার পদিমা এলাকার ঘটনা এটি। নারায়ণগড় থানার পুলিশ জানাচ্ছে, গাড়িটি ওড়িশার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। সন্দেহ হতেই গাড়িটি আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সাতটি ষাঁড় উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে তিনটি ষাঁড় অসুস্থ। প্রাণী বিকাশ দফতরে খবর দিয়ে তিনটি ষাঁড়ের চিকিৎসা করাচ্ছে পুলিশ।


পুলিশের বক্তব্য, ষাঁড়গুলি দক্ষিণ চব্বিশ পরগণাতে পাচার করা হচ্ছিল। সঙ্গে থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। দলটি পাচার চক্রের সঙ্গেই যুক্ত। পুলিশ জানাচ্ছে, ধৃতদের প্রত্যেকের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। ষাঁড়গুলি পাচার করার জন্যেই রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল।




 এদিন ধৃতদের খড়্গপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রে আরও কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। মূলত বিভিন্ন এলাকা থেকে ষাঁড়গুলি নিয়ে কোথায় পাচার করা হত তারও তদন্ত চালাচ্ছে তারা। বিভিন্ন সময়ে গরু পাচারের যে গল্প শোনা যায় ,তাতে বলা হতো এই রাজ্য থেকে বহি:রাজ্য বা প্রতিবেশী দেশে নাকি পাচার করা হয়ে থাকে ৷ কিন্তু এবার তা অন্য ঘটনা ঘটলো ৷ প্রতিবেশী রাজ্য থেক গরু প্রবেশ করছিল এই রাজ্যে ৷ তবে পুলিশ পুরো ঘটনার আরও তথ্য সংগ্রহ করছেন৷

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *