বন ও বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ে সাইকেল যাত্রা বন আধিকারিকদের
বন্যপ্রাণ হত্যা না করা এবং পরিবেশ রক্ষার বার্তা দিয়ে সাইকেল যাত্রা করল বনদপ্তর। রবিবার পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ায় অংশ নেন মুখ্য বনপাল (পশ্চিমাঞ্চল) অশোক প্রতাপ সিং, মেদিনীপুর বন বিভাগের ডিএফও দীপক এম, খড়্গপুরের ডিএফও মণিশ যাদব সহ অন্যান্য আধিকারিক ও বনকর্মীরা। বনদপ্তর থেকে জানা গিয়েছে, শনিবার সকালে খড়্গপুরের হিজলি থেকে এই যাত্রা শুরু হয়ে ঝাড়গ্রামের বালিভাসাতে…