Home Blog ৪৮ ঘন্টায় হাতির হানায় দু’জনের মৃত্যু পশ্চিম মেদিনীপুরে, ৫ লক্ষ টাকার...

৪৮ ঘন্টায় হাতির হানায় দু’জনের মৃত্যু পশ্চিম মেদিনীপুরে, ৫ লক্ষ টাকার চেক তুলে দিল বনদপ্তর

22
0

পশ্চিম মেদিনীপুরে ফের হাতি হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শালবনীর কালিবাসা এলাকায়।  মৃত ব্যক্তির নাম টুকেশ্বর মান্ডি (৪৯), বাড়ি কালিবাসাতেই। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ৮ থেকে ১০ টি হাতি কালিবাসার জঙ্গলে ছিল। সন্ধ্যে হতেই ওই এলাকার আলু জমিতে নেমে পড়ে। অন্যান্যদের সঙ্গে টুকেশ্বরও গিয়েছিল হাতি তাড়াতে। একটি হাতি তাদের দিকে তাড়া করে নিয়ে আসলে টুকেশ্বরকে নাগালে পেয়ে শুঁড়ে ধরে আছাড় মারে। স্থানীয়রা কোনোরকমে হাতিটিকে তাড়িয়ে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয় বলে বন দপ্তর জানিয়েছে। গত ৪৮ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরে দুজনের মৃত্যু হলো হাতির হানায়। গত সোমবার সন্ধ্যায় চন্দ্রকোণার ধামকুড়িয়া এলাকায় প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তির মৃত্যু হয় জঙ্গলে হাতি দেখতে গিয়ে। বুধবার তার পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে। মেদিনীপুর বন বিভাগের ডিএফও দীপক এম জানিয়েছেন, “এদিন সন্ধ্যায় ভাদুতলা রেঞ্জের কালিবাসাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে চন্দ্রকোণায় মৃত ব্যক্তির পরিবারের হাতে সরকারি নিয়ম অনুযায়ী ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।”

Previous articleসরকারি হোমের দুই নাবালিকাকে দত্তক নিল বেলজিয়ামের দম্পতি
Next articleহাতির পালকে সরাতে গিয়ে বেধড়ক মারধর হুলা টিমের সদস্যদের, হাসপাতালে ভর্তি, অভিযোগ পুলিশে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here