Home Blog ২০০ টাকার জন্য মেদিনীপুর শহরে ৭০ বছরের বৃদ্ধাকে রক্তাক্ত করে টাকা ছিনতাই...

২০০ টাকার জন্য মেদিনীপুর শহরে ৭০ বছরের বৃদ্ধাকে রক্তাক্ত করে টাকা ছিনতাই টোটো চালকের, বৃদ্ধার পাশে দাঁড়ালেন অন্যান্য টোটো চালকরা

31
0

২০০ টাকার জন্য এক বৃদ্ধাকে রক্তাক্ত করে টাকা ছিনতাই করল এক টোটো চালক। এমন ঘটনায় হতবাক সকলে। মেদিনীপুর শহরে এবার নেশায় আশক্ত টোটো চালকদের উৎপাত। ৭০ বৎসরের এক বৃদ্ধা মুড়ি বিক্রেতার কাছ থেকে টাকা ছিনিয়ে পালালো টোটো চালক। ছিনতাই করতে গিয়ে কেটে ফেললো বৃদ্ধার হাতের আঙুলের অনেকটা অংশ। মেদিনীপুর শহরের কালেক্টরেট চত্বরে ঘটনাটি ঘটলো মঙ্গলবার ৷ দূর থেকে দেখতে পেয়ে অন্য টোটো চালকেরা ছুটে এলেও অভিযুক্ত টোটো চালক ফেরার হয়ে যায়। পরে অন্য টোটো চালকেরা বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় মেদিনীপুর হাসপাতালে। পরে কোতয়ালী থানাতেও নিয়ে যাওয়া হয়৷ আহত ওই বৃদ্ধার নাম নির্মলা হাজারী। অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে কোতয়ালী থানার পুলিশ। উল্লেখ্য, গত প্রায় এক সপ্তাহ আগে মেদিনীপুর শহরের ফকিরকুঁয়া এলাকাতে রৌদ্রের সময় এক মহিলা সব্জি বিক্রেতার কাছ থেকে টাকার ব্যাগ লুঠ করে পালিয়েছিল এক টোটো চালক‌। যখন রাস্তায় পাশে ফুটপাতে সব্জি দোকানে ঝিমোচ্ছিলেন ওই মহিলা, সেই সুযোগে সেখানে টোটো দাঁড় করিয়ে তার পাশে রাখা টাকার ব্যাগ তুলে নিয়ে চম্পট দিয়েছিল এক টোটো চালক। যার সিসি ক্যামেরার ফুটেজ এখন ভাইরাল। এরপর নতুন করে আরও এক কীর্তি ছিনতাইবাজ টোটো চালকের। তাও দিনের বেলা মেদিনীপুর শহরে। ঘটনায় নিন্দায় সরব টোটো চালকেরাও। তাদের দাবি, অবাধ বহিরাগত টোটো প্রবেশ করে মেদিনীপুর শহরে এই কান্ড করছে। যার জন্য বদনাম হচ্ছে সমস্ত টোটো চালকদের। ব্যবস্থা নেওয়ার দাবি করেছে পুলিশ প্রশাসনের কাছে।

Previous articleখড়্গপুর শহরে তৃণমূল কার্যালয়ে এলোপাতাড়ি গুলি, রক্তাক্ত তৃণমূল কর্মী ভর্তি মেদিনীপুর হাসপাতালে
Next articleমুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মধ্যেই বনদপ্তরের জায়গায় ক্লাব ঘর নির্মাণের চেষ্টা, রাতেই অভিযান পুলিশ ও বনদপ্তরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here