Home Blog ১০০ দিনের কাজ করেছেন তো? সত্যি জানতে গ্রামে ঘুরলেন জেলা শাসক

১০০ দিনের কাজ করেছেন তো? সত্যি জানতে গ্রামে ঘুরলেন জেলা শাসক

29
0

কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগকে সামনে রেখে কলকাতায় ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধরনামঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন, ২১ লক্ষ শ্রমিক যারা ১০০ দিনের কাজ করেছিলেন, তাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। আগামী ২১ ফেব্রুয়ারি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার। তবে ২১ ফেব্রুয়ারি সে টাকা দেওয়া হচ্ছে না। বদলে ১ মার্চ থেকে তা দেওয়া শুরু হবে। সেই টাকা পেতে যাতে শ্রমিকদের কোন অসুবিধার মুখে পড়তে না হয় তার জন্য রাজ্য জুড়ে সহায়তা শিবির করবে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ব্লক অফিসগুলিতে রাতদিন কাজ করে প্রাপকদের তালিকা তৈরি করেছিল প্রশাসন। এরই মধ্যে সরজমিনে খতিয়ে দেখতে গ্রামে হাজির হলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরী। সত্যি কাজ করেছেন কিনা তা যাচাই করলেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কিনা বা কোন ত্রুটি আছে কিনা তাও খতিয়ে দেখলেন। খোঁজ নিলেন সরকারি অন্যান্য সুবিধা পাচ্ছেন কিনা। শনিবার মেদিনীপুর সদর ব্লকের আদিবাসী অধ্যুষিত গ্রাম কেশবপুরে হাজির হয়েছিলেন জেলা শাসক, মেদিনীপুর সদর ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। যারা ১০০ দিনের কাজের টাকা পাবেন সেই তালিকা খতিয়ে দেখা এবং তারা সত্যি কাজ করেছিলেন কিনা তাদের নাম ধরে ধরে ডেকে জিজ্ঞাসা করলেন জেলা শাসক। পাশাপাশি যাদের ব্যাঙ্কের বই নেই বা ত্রুটি রয়েছে তাদের সমাধানের পথও দেখিয়ে দেন তিনি।

Previous articleখেলার মাঠে খোশ মেজাজে গল্পে মত্ত, শুঁড়ে ধরে আছাড় মারলো হাতি
Next articleজঙ্গলে হাতি দেখতে গিয়ে চন্দ্রকোণায় হাতির হানায় মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here