Home Blog হাতি তাড়ানোকে কেন্দ্র করে মারপিট, ফাটল মাথা, আটক দুই যুবক

হাতি তাড়ানোকে কেন্দ্র করে মারপিট, ফাটল মাথা, আটক দুই যুবক

31
0

মেদিনীপুর : হাতি তাড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে মারপিটে মাথা ফাটল এক যুবকের। ঘটনাটি বুধবার সন্ধ্যায় মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার হেতাশোল এলাকায়। আহত ওই যুবকের নাম রঞ্জন মাহাত, বাড়ি হেতাশোলে। জানা গিয়েছে কয়েকদিন ধরে ১৮ টি হাতির একটি পাল চাঁদড়া রেঞ্জের শুকনাখালির জঙ্গলে ডেরা বাঁধে। বুধবার সন্ধ্যায় হাতির ওই পালটি জঙ্গল ছেড়ে হেতাশোলের ধান জমিতে নেমে পড়ে। খেয়ে পায়ে মাড়িয়ে নষ্ট করে ফেলে বিঘার পর বিঘা জমির ধান। সেখান থেকে হাতিগুলিকে তাড়াতে হুলা হাতে নেমে পড়েন গ্রামবাসীরা। সেই সময় পাশের গ্রাম তামাকবাড়ির কিছু যুবক হাতির দিকে টর্চের আলো মারলে হেতাশোলের মানুষজন বারণ করে। তাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি। ঘটনায় মাথা ফাটে রঞ্জনের। তখন অন্যান্যরা মারধরে অভিযুক্ত এক যুবক তুলে নিয়ে গিয়ে গ্রামে পাল্টা মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে দুই যুবককে আটক করে। আহত যুবককে দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই ওখানে থাকা হুলা টিমের অন্যান্য সদস্যরা হাতি তাড়ানো বন্ধ করে পালিয়ে যান। এর আগেও হাতির হানায় ক্ষতিকে কেন্দ্র করে মাঝে মধ্যে গ্রামবাসীদের সঙ্গে বনকর্মীদের বচসা লক্ষ্য করা গিয়েছিল মেদিনীপুর সদরে। সম্প্রতি ডাইনমারী এলাকায় চাঁদড়া রেঞ্জের বনকর্মীদের দীর্ঘক্ষণ ঘিরে বিক্ষোভও দেখিয়েছিল। এদিনের ঘটনার পর আতঙ্কিত হুলা টিমের সদস্যরাও। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে হাতির পালটিকে কংসাবতী পার করে মানিকপাড়ার জঙ্গলে পাঠাতে সক্ষম হয় বনদপ্তর।

Previous articleMedinipur live: জমি রেজিস্ট্রিতে ব্যবহার বায়োমেট্রিক ও আধার, তারপরই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও!
Next articleপুজোর মরশুমে বিরিয়ানিতে ভিড়, খাবারের মান পরীক্ষায় হেঁশেলে হানা প্রশাসনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here