Home Blog হাতির হানায় ব্যাপক ক্ষতি, বিক্ষোভ, পথ অবরোধ

হাতির হানায় ব্যাপক ক্ষতি, বিক্ষোভ, পথ অবরোধ

28
0

জমির ফসলের ক্ষতি ঘিরে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। দ্রুত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধে নামলেন স্থানীয় বাসিন্দারা। কয়েকদিন ধরে হাতির একাধিক পাল নরহরিপুর, কেষ্টপুর, বনকাটি, ধাদিকা এলাকায় ব্যাপক ক্ষতি করে ফসলের। রবিবার সকালে ধাদিকা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চাষীরা। পাশাপাশি ধাদিকা বিট অফিসে গিয়েও বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, ফসলের ক্ষতিপূরণ দ্রুত দিতে হবে এবং অন্য রুট দিয়ে হাতিকে নিয়ে যেতে হবে। একই পথে বারবার হাতি নিয়ে যাওয়া যাবে না। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা। বনদপ্তরের আশ্বাসে অবরোধ তুলে নেয়। স্থানীয় বাসিন্দারা বলেন, বাঁকুড়া থেকে আসা কুড়িটি হাতির একটি পাল ব্যাপক ক্ষতি করে দিয়ে মেদিনীপুরের দিকে গিয়েছে। আবার মেদিনীপুর থেকে কুড়িটি হাতির একটি পাল এসে ব্যাপক ক্ষতি করছে। এর ফলে জমির আলু সব নষ্ট হয়ে গিয়েছে। কোন রকমে ঋণ নিয়ে, ধার করে আলু চাষ করেছি। বনদপ্তর থেকে যা ক্ষতিপূরণ মেলে তাতে আলুর বীজের দাম উঠবে না। তাদের দাবি, আরও একটি অন্য রুট রয়েছে হাতির যাতায়াতের জন্য। সেই রুট দিয়ে হাতিকে নিয়ে যাচ্ছে না। আমরা চাই দুটি রুট দিয়ে নিয়ে গেলে ক্ষতির পরিমাণ অনেকটা কম হবে। গড়বেতা রেঞ্জের আধিকারিক জানিয়েছেন, “স্থানীয়রা বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন। সরকারি নিয়মানুসারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং বিকল্প রুটটিও দেখা হচ্ছে হাতির পালকে নিয়ে যাওয়ার জন্য।”

Previous articleমেদিনীপুর শহরে বুলডোজার দিয়ে চোলাই মদের দোকান ভাঙলো প্রশাসন
Next articleহাতির তাণ্ডব থেকে ক্ষতি বাঁচাতে রেঞ্জারের পায়ে ধরলেন মহিলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here