Home Blog হাতির হানায় আহত তিন যুবক, আতঙ্ক শালবনীতে

হাতির হানায় আহত তিন যুবক, আতঙ্ক শালবনীতে

35
0

মেদিনীপুর : নতুন বছরে ঝাড়গ্রামে একের পর এক হাতির হানায় জখম ও মৃত্যুর পর এবার পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় জখম হলেন তিন যুবক। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শালবনীর পাথরচটি এলাকায়। ওই তিন যুবকের নাম লক্ষীকান্ত হেমরম (২০), বীরেন হেমরম (২০), লবু হাঁসদা (২৩)। ওই এলাকারই বাসিন্দা তারা। বনদপ্তর থেকে জানা গিয়েছে, ২৫ টি হাতির একটি পাল চাঁদড়ার দিক থেকে গোদাপিয়াশালের জিন্দালের প্রাচীরের ভেতর ঢুকে যায় শুক্রবার। সারাদিন ওখানে থাকার পর রাত্রে সেখান থেকে বেরিয়ে পাথরচটির জঙ্গলে ডেরা বাঁধে। ফলে শনিবার সন্ধ্যা হলেই খাবারের খোঁজে জঙ্গল লাগোয়া লোকালয়ের আলু জমিতে নেমে পড়ে। হাতির ওই পালটিকে সরাতে বন কর্মীদের পাশাপাশি গ্রামবাসীরাও মাঠে নামেন। সেই সময়ে হাতি তাড়া করলে ওই তিন যুবক পালাতে পারেনি। তাদের শুঁড়ে ধরে ছুঁড়ে দেয়। অনেকেই বলছেন ভাগ্যের জোরে তারা প্রাণ ফিরে পেয়েছেন। তবে তাদের তিনজনের মধ্যে গুরুতর আহত হয়েছেন লক্ষীকান্ত। লবু হাঁসদাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। এখনও মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন লক্ষ্মী ও বীরেন। উল্লেখ্য, এর আগেও ওই গ্রামে হাতি ঢুকলে গ্রামবাসীদের সঙ্গে বনদপ্তরের মারধরের ঘটনাও ঘটেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনও ওই ঘটনার পর বন কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় তারা। পরে বন কর্মীরাই মেদিনীপুর কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের চিকিৎসা সম্পর্কে সমস্ত খোঁজখবর রাখা হচ্ছে।

Previous articleপ্রোমোটারদের ইশারাতেই খোদ মেদিনীপুর শহরে দুষ্কৃতির তাণ্ডব! ভেঙে ফেলা হলো একের পর এক দোকান, আটক ২
Next articleমেদিনীপুরের সরকারি হোম থেকে ইতালি পাড়ি দিল শুভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here