Home Blog হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রাম, নিত্যদিন ভাঙছে বাড়ি, ‘অসহায়’ অবস্থায় দিন কাটছে স্থানীয়দের

হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রাম, নিত্যদিন ভাঙছে বাড়ি, ‘অসহায়’ অবস্থায় দিন কাটছে স্থানীয়দের

24
0

মাসের পর মাস হাতির হানায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় মানুষজন। তার সঙ্গে ভেঙে চলেছে একের পর এক বাড়ি। কার্যত অসহায় অবস্থায় দিন কাটছে তাদের। আশঙ্কা প্রাণহানিরও। বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। লাগাতার অবরোধ বিক্ষোভের পরেও সমাধান অধরা। যদিও বনদপ্তরের দাবি হাতির পালকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতে কলাইকুন্ডা রেঞ্জের ভুরকুন্ডি গ্রামে হামলা চালায় হাতির পাল। একাধিক বাড়ি ভেঙে ফেলে। স্থানীয়রা জানান, যে কোন মুহূর্তে বিপদ ঘটতে পারত। পাশাপাশি দলছুট দাঁতাল ইন্দখাঁড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে তান্ডব চালায়। সম্প্রতি ৪০টি হাতির একটি পাল ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া এলাকায় প্রবেশ করে। তাতে কিছুটা স্বস্তি মিললেও এখনো শতাধিক হাতি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাপক ক্ষতি করেছে ফসলের। স্থানীয় বাসিন্দাদের দাবি, এভাবে কয়েক বছর থাকলে খাদ্য সংকট দেখা দিবে এলাকায়। বছরে বর্ষাকালের সময় তারা ধান চাষ করেন। সেই চাষ বাড়িতে না উঠলে সারা বছরের খাদ্য সংকট দেখা দেবে। তবে পশ্চিম মেদিনীপুরে হাতির পাল প্রবেশ করলেও বাড়ি ভাঙার ঘটনা ঘটেনি। যা নিয়ে প্রশ্ন উঠছে কেন ঝাড়গ্রামে নিত্যদিন হাতির হানায় বাড়ি ভাঙার ঘটনা ঘটছে অথচ পশ্চিম মেদিনীপুরে সেই ঘটনা ঘটছে না। কলাইকুন্ডার হুলা টিমের এক সদস্য জানান, “ওই এলাকায় জঙ্গল গভীর নয়, তারউপর স্থানীয় যুবকরা অতিউৎসাহিত হয়ে দুপুর থেকেই জঙ্গলে ঢুকে উত্যক্ত করে। সেই রাগে হাতির পাল রাতের বেলায় হামলা চালায়।” পশ্চিম মেদিনীপুরের বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “বনকর্মীরা বিকেল থেকেই হাতি যে জঙ্গলে থাকে সে এলাকায় নজরদারি চালায়। স্থানীয় এবং বাইরের থেকে যুবকরা যারা হাতি দেখার জন্য জঙ্গলে প্রবেশ করে, তাদের বাধা দেওয়া হয়। কোন রকম ভাবে হাতিকে যাতে উত্যক্ত না করা হয় তার সবরকম ব্যবস্থা করেন বনকর্মীরা।” তবে ঝাড়গ্রামের কলাইকুন্ডা এলাকায় এখনো শতাধিক হাতি থাকায় ফের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকা থেকে কবে সরবে হাতির পাল তা নিয়েও চিন্তায় এলাকাবাসীসহ বনদপ্তর।

Previous articleKeshpur: নির্বিচারে গো-বক হত্যা কেশপুরে! শিকারিদের ধরতে টহল, উড়ল ড্রোন
Next articleMedinipur Live: মেদিনীপুর শহরে ফুটপাতে দুর্ঘটনার পরই রণংদেহি মূর্তি নিয়ে রাস্তায় পৌরপ্রধান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here