Home Blog স্ত্রী-র জন্য বাঁচলো প্রাণ, হাতির হানায় দেওয়াল চাপা পড়ে আহত যুবক ভর্তি...

স্ত্রী-র জন্য বাঁচলো প্রাণ, হাতির হানায় দেওয়াল চাপা পড়ে আহত যুবক ভর্তি হাসপাতালে

28
0

হাতির হানায় ভাঙল বাড়ি। দেওয়াল চাপা পড়ে আহত যুবক। ঘটনাটি বৃহস্পতিবার ভোরে মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জের আউসাবাঁধি এলাকায়। আহত যুবকের নাম ডাক্তার হেমরম (২২)। তাকে উদ্ধার করে ভর্তি করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাস্থলে যায় বন কর্মীরা। জানা গিয়েছে, যখন গভীর ঘুমে আচ্ছন্ন গ্রামবাসীরা, সেই মুহূর্তে দুটি দলছুট হাতি গ্রামে প্রবেশ করে। খাবারের খোঁজে একের পর এক বাড়িতে তল্লাশি চালিয়ে অবশেষে চালের গন্ধ পায় এক গৃহস্থের বাড়িতে। সেই বাড়ির ইটের দেওয়াল ভেঙে ফেলে। দেওয়ালের ইট ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা স্বামী-স্ত্রীর উপর পড়ে যায়। কোন রকমে সেখান থেকে স্ত্রী টেনে পাশে রুমে নিয়ে গিয়ে প্রাণ বাঁচায় স্বামীর। স্থানীয় বাসিন্দা মঙ্গল মান্ডি, পরাণ হেমরমরা বলেন, আমরা জানতাম না যে হাতি রয়েছে। ভোরবেলা দুটি হাতি গ্রামে প্রবেশ করে চালের গন্ধে ওই বাড়ির দেওয়াল ভেঙে দেয়। ভেতরে শুয়ে ছিল ডাক্তার ও তার স্ত্রী। তাদের উপর দেওয়ালের ইট পড়ে যায়। ডাক্তারের মাথা ফেটে গিয়েছে। বুকে, হাতে এবং পায়ে আঘাত পেয়েছে। তার স্ত্রী সুস্থ রয়েছে। যে কারণেই ডাক্তারকে তার স্ত্রী টেনে পাশে রুমে নিয়ে গিয়ে প্রাণ বাঁচায়। বুঝতে পেরে পাশাপাশি বাড়ির লোকজন বেরিয়ে হাতি দুটিকে তাড়াতে গেলে উল্টে তাদের দিকেই তাড়া করে নিয়ে যায়। পরে গ্রামের আরও লোকজন জড়ো হয়ে আগুন জ্বালিয়ে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যায় গুড়গুড়িপাল বিটের বন কর্মীরা। বনদপ্তরের পক্ষ থেকে ওই যুবকের চিকিৎসা খরচ সহ ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

Previous articleDEV video :”ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। রেলপথের জন্যেও যাচ্ছি দিল্লি”-ঘাটালে দেব
Next articleGhatal: “বন্যায় দুয়ারে ডাক্তার” -নতুন অভিনব পরিষেবা বন্য কবলিত ঘাটালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here