Home Blog স্কুল-কলেজের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে অভিযান

স্কুল-কলেজের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে অভিযান

27
0

স্কুল-কলেজের সামনে দোকানে বিড়ি, সিগারেট, গুটকা সহ তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে অভিযান। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল চত্বরে থাকা বিভিন্ন দোকানগুলিতে অভিযান চালালো প্রশাসন। সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার এই অভিযানে ছিল স্বাস্থ্যদপ্তর, আবগারি ও পুলিশ। যৌথ অভিযানে গোলকুয়াচক এলাকা থেকে পরপর বিভিন্ন দোকানগুলিতে অভিযান চালায়। তামাকজাত দ্রব্য বিক্রি করায় বাজেয়াপ্তের পাশাপাশি জরিমানাও করা হয়েছে। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় এদিন কুড়িটির বেশি দোকানে অভিযান চালানো হয়েছে। তাদের অনেককে জরিমানাও করা হয়েছে। জানানো হয়েছে, স্কুল-কলেজের পাশে কোনরকম তামাকজাত দ্রব্য বিক্রয় করা যাবে না। দোকানগুলিতে চেটানো হয়েছে পোস্টার। তবে অনেকের অভিযোগ, প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও স্কুল-কলেজের সামনে দেদার বিক্রি হচ্ছে বিড়ি-সিগারেট-গুটকা। যার ফলে স্কুল-কলেজ পড়ুয়াদের একটা বড় অংশ তামাকে আসক্ত। সেই তামাক পরিণত হয়েছে নেশাতে। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই তামাক আসছে হাতে। বছর বারোতেই আঙুলের ফাঁকে জ্বলে উঠছে সিগারেট! স্কুল-কলেজ চত্বর থেকে ২০০ মিটার দূর পর্যন্ত বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য বিক্রি অপরাধ। তবে প্রশাসনের এই অভিযানের পর কিছু দিন বন্ধ থাকলেও আবার চলে বিক্রি! নিয়মিত অভিযান না হওয়ায় একেবারে বন্ধ নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের সদিচ্ছা নিয়ে। অভিযানে থাকা স্বাস্থ্য দপ্তরের এক কর্মী জানিয়েছেন, “শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ মিটারের মধ্যে সমস্ত দোকানগুলিতে আমরা অভিযান চালাচ্ছি। যে সমস্ত দোকানগুলিতে তামাকজাত দ্রব্য বিক্রি হচ্ছে তাদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। ভবিষ্যতে তামাকজাত দ্রব্য বিক্রি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

Previous articleফুটপাত থেকে হকারদের সরানোয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের
Next articleপ্যারিসের অলিম্পিক্সে অংশ নিচ্ছেন পশ্চিম মেদিনীপুরের মেয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here