Home Blog সাংবাদিক গ্রেফতারে নিন্দার ঝড় রাজ্য জুড়ে, জেলে দেখা করার অনুমতি মিলল না...

সাংবাদিক গ্রেফতারে নিন্দার ঝড় রাজ্য জুড়ে, জেলে দেখা করার অনুমতি মিলল না বিরোধী দলনেতার

19
0

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে সাংবাদিক গ্রেফতারে নিন্দার ঝড় রাজ্য জুড়ে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে গণসংগঠনগুলি।  রাজরোষের শিকার বলেও অভিযোগ অনেকের। সোমবার গ্রেপ্তার হওয়া সাংবাদিক দেবমাল্য বাগচীর সঙ্গে জেলখানায় দেখা করার অনুমতি চেয়েও পাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ জেলা বিজেপির। উল্লেখ্য, খড়্গপুর শহরের সাঁজোয়াল এলাকায় চোলাই মদের কারবার নিয়ে হইচই পড়ে গিয়েছিল। প্রশাসনের ভূমিকা নিয়ে খবর করেছিলেন ওই সাংবাদিক। চোলাইয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন এক মহিলাও। তারপরই ওই এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই সাংবাদিক ও মহিলাকে গ্রেফতার করে পুলিশ। জানাজানি হতেই রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠে। সাংবাদিকমহল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনগুলির পক্ষ থেকেও নিন্দা জানানো হয়। বিষয়টি সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার। সোমবার জেলে থাকা সাংবাদিকের সঙ্গে দেখা করার অনুমতিও চেয়েছিলেন। বিজেপি নেতা শুভজিৎ রায় বলেন, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর আইনজীবী মারফত গ্রেপ্তার হওয়া সাংবাদিকের সঙ্গে দেখা করার জন্য চিঠি দেওয়া হয়। জেল কর্তৃপক্ষ তার অনুমতি দেননি। এটা শাসক দল তৃণমূলের অঙ্গুলিহেলনে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। ওই সাংবাদিক প্রশাসনের ব্যর্থতা নিয়ে খবর করেছিল, যে কারণেই রাজরোসের শিকার হতে হয়েছে। অবৈধভাবে কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে। সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে।” কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায় জানিয়েছেন, “এটা একটা ভয়ানক ঘটনা। পুলিশের ভূমিকাকে ধিক্কার জানাচ্ছি। এটা অত্যন্ত নিন্দার।” এসইউসিআই-এর পক্ষ থেকে ওই সাংবাদিকসহ প্রতিবাদী মহিলার মুক্তির দাবি জানানো হয়েছে। এসইউসিআই নেতা সুশান্ত সাহু বলেন, “পুলিশ প্রশাসন মদের কারবারী এবং এলাকায় পরিবেশ যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে সাংবাদিক এবং আন্দোলনকারীদের গ্রেফতার করছে। যা নিন্দা জানাই এবং ওই সাংবাদিক সহ প্রতিবাদী মহিলার বিনা শর্তে মুক্তির দাবি জানাই।” সোমবার জেলা শাসকের দফতরে স্মারকলিপি জমা জমা দেয় পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব। জেলা পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দফতরে ইমেল মারফত সাংবাদিক দেবমাল্য’র নিঃশর্ত মুক্তি ও মামলার নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।

Previous articleজেলায় ডেঙ্গু আক্রান্ত ৫৮৮, পর্যালোচনা বৈঠকে এফআইআর ১৮ পুকুর মালিকের বিরুদ্ধে
Next articleMedinipurlive: বন্ধ থাকা বিদ্যালয়ের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ, সোমবার রাতে তোলপাড় কান্ড মেদিনীপুরের উচ্চবিদ্যালয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here