Home Blog সবংয়ে বিজেপি কর্মী দীপক সামন্তের মৃত্যু নিয়ে আরও জলঘোলা, থানায় দুদিকের দু’রকম...

সবংয়ে বিজেপি কর্মী দীপক সামন্তের মৃত্যু নিয়ে আরও জলঘোলা, থানায় দুদিকের দু’রকম অভিযোগ

36
0
বৃহস্পতিবার সকালে সবং এলাকার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে “বন্ধ বাড়ির ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে”পুলিশ সুপার ধৃতিমান সরকার বৃহস্পতিবার দুপুরে জানান-“জমি জমা সংক্রান্ত পারিবারিক সমস্যার একটা জের ছিল। মানসিক অবসাদে সম্ভবত আত্মঘাতী হয়েছে সে। এর সঙ্গে রাজনৈতিক কোন খুনের ঘটনা নেই।”
অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথে বিজেপির সুর চরেছে এই মৃত্যু নিয়ে। বিজেপির নেত্রী ভারতী ঘোষ বৃহস্পতিবার বিকেলের পর হাজির হন ওই বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে কথা বলার পর মৃত বিজেপি কর্মীর স্ত্রীকে দিয়ে খুনের অভিযোগ নিয়ে হাজির হন সবং থানায়। ভারতী ঘোষের দাবি-” সমস্যাটা আজকের নয়। বিজেপি করার অপরাধে দীর্ঘদিন ধরে মানসিক টর্চার করা হচ্ছিল শাসকদলের পক্ষ থেকে। পুলিশকে জানানোর পরেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। শেষ পর্যন্ত তাকে খুন করে বাড়ির ভেতরে ঝুলিয়ে দিয়ে গেছে তৃণমূলের লোকেরা বলে জানিয়েছে তার স্ত্রী। আমরা সেই অভিযোগ থানায় দেওয়ার আগেই পুলিশ দীপকের মায়ের কাছ থেকে টিপসই করিয়ে অন্য অভিযোগ সাজাচ্ছে। আমরা এটা নিয়ে উচ্চ আদালত থেকে রাজ্যপাল সবটাতে যাব।”
ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’রকম অভিযোগ সবং থানায় হাজির হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন-” স্বাভাবিক মৃত্যু নিয়ে অহেতুক রাজনীতি করছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে জল ঘোলা করতে চাইছে ওরা।”
Previous articlePanchayet Election: সিপিআইএমের দেওয়াল লিখন,পাশেই পদ্ম আকলেন ভারতী ঘোষ, তৃণমূলের দাবি “আঁতাত প্রকাশ্যে”
Next articleদল টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন,৩৬ জন নেতাকর্মীকে সাসপেন্ড করল তৃণমূল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here