Home Blog লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কেশপুরে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর, ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই কেশপুরে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর, ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ

32
0

দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের। তার আগেই পশ্চিম মেদিনীপুরে শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনীর রুটমার্চ। শনিবার জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১৫ নম্বর অঞ্চলের ঘোষডিহা, ছোটোপসা, পাহাড়চক এবং ১৪ নং অঞ্চলের ঝেঁতলা, মন্তা ও মাজুরিয়া এলাকায় কেন্দ্রবাহিনীর রুটমার্চ লক্ষ্য করা গেল। স্থানীয় মানুষজনদের অভয় দিলেন শান্তিপূর্ণভাবেই হবে নির্বাচন। এদিন বিভিন্ন গ্রামের মানুষজনদের সঙ্গে কথা বলেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর  আধিকারিকরা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যজুড়ে ২০টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন হিরন্ময় চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুরে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পারেন কয়েক বছর আগে ওই এলাকার বাসিন্দাদের অনেকেই ভোট দিতে পারেননি। তবে এবারে শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় বাহিনী। কেশপুরের বাসিন্দা ওয়াহিদা বিবি জানান, “এখন কোনো অসুবিধা নেই। তবে কয়েক বছর আগে আমরা ভোট দিতে পারেনি। এখন ভোট দিতে পারব আশা রাখছি। কেন্দ্র বাহিনীর এক আধিকারিক জানান, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আমাদেরকে পাঠানো হয়েছে ভোটের আগে মানুষকে আশ্বস্ত করতে। সাধারণ মানুষ লোকসভা নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি পরবর্তীতে যেই মত নির্দেশ আসবে সেই মতো কেন্দ্রীয় বাহিনী কাজ শুরু হবে বলেও জানান তিনি।

Previous articleশালবনীর জঙ্গলে ভয়াবহ আগুন, নেভালো বনকর্মীরা
Next articleমেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী, দলীয় নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here