Home Blog রেস্টুরেন্টের নামে কেবিন তৈরি করে অসামাজিক কাজকর্ম রাঙামাটিতে, ভাঙলো পৌরসভা

রেস্টুরেন্টের নামে কেবিন তৈরি করে অসামাজিক কাজকর্ম রাঙামাটিতে, ভাঙলো পৌরসভা

25
0

দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টের নামে ভেতরের কেবিনে চলত অসামাজিক কাজকর্ম। যা নিয়ে ক্ষিপ্ত ছিলেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে মহিলারা ক্ষোভ উগরে দিয়েছিলেন। মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে বেশ কিছু রেস্টুরেন্ট তৈরি হয়েছিল কয়েক বছর ধরে। সেখানে রেস্টুরেন্টের পেছনে কেবিন তৈরি করে নানা অসামাজিক কাজকর্ম চলতো বলে অভিযোগ। এই নিয়ে প্রতিবাদে সামিল হন স্থানীয় মহিলারা। সেই রেস্টুরেন্ট বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। রেস্টুরেন্টের ভেতরে থাকা কেবিন নির্মাণ অবৈধ এবং বিনা অনুমতিতে চলছিল বলে সেই কেবিন ভেঙ্গে দেওয়া শুরু করলো মেদিনীপুর পৌরসভা। সোমবার দুপুর থেকে এই অভিযান চালায় পৌরসভার আধিকারিকরা। এমন কোন নির্মাণ রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আধিকারিকরা। স্থানীয় মহিলারা বলেন, “এলাকায় এই ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে চাই। আমাদের ছেলে মেয়েরাও বড় হচ্ছে তারা কি শিক্ষা পাবে? যে কারণে আমরা এলাকার মহিলারা বেরিয়েছি রেস্টুরেন্টের আড়ালে কেবিন তৈরি করে অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য।”

Previous articleদেবের বিরুদ্ধে শঙ্কর দলুই-এর অডিও ভাইরাল, চেয়ারম্যান পদ থেকে সরালো শঙ্করকে
Next articleমেদিনীপুরে উরুষ উৎসবে দুই বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here