Home Blog রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেল চারজন

রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেল চারজন

37
0

লালগড় : শনিবার বেলা এগারোটা নাগাদ রান্নার সময় হঠাৎ বিস্ফোরণ ছোট একটি গ্যাস সিলিন্ডারের। মুহূর্তে পাশে বসে থাকা চারজন ঝলসে গেলেন ছড়িয়ে পড়া আগুনে। ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অন্তর্গত হরিণা গ্রামের অগ্নিদগ্ধ চারজনকে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। হরিনা গ্রামের গোস্বামী পরিবারের ওই চারজন হলেন খান্দুবালা গোস্বামী (৭০), সুলেখা গোস্বামী (৪৫), সিমা গোস্বামী (৩২), পাপন গোস্বামী (২২)। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বেলা এগারোটা নাগাদ বাড়ির উঠোনে রান্না করছিলেন। পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডারের গ্যাস থেকে রান্না হচ্ছিল। পাশেই বসেছিলেন বাড়ির অন্যান্যরা। কোন কারনে হঠাৎ প্রচন্ড জোরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়ংকর বিস্ফোরণে সবাই ছিটকে পড়ে যাওয়ার সাথে সাথে তাদের ওপর আগুন ছড়িয়ে যায়। কোন কিছু বোঝার আগেই অগ্নিদগ্ধ হয়ে যান চারজন। সৌভাগ্যবশত সামনে থাকা একটি বাচ্চা কোনভাবে রক্ষা পেয়ে গিয়েছে। ঘটনার পরে স্থানীয়রা ছুটে আসে। সকলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

Previous articleএনভিএফ-এর চাকরি পেতে বাবা বদল! গুড়গুড়িপালে গ্রেফতার মহিলা
Next articleঋণ করে আলু চাষ, বর্ষণে ক্ষতির আশঙ্কায় বিষপান আলু চাষির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here