Home Blog মেদিনীপুর শহরে পুজোর কার্নিভাল ঘিরে উন্মাদনা

মেদিনীপুর শহরে পুজোর কার্নিভাল ঘিরে উন্মাদনা

22
0

মেদিনীপুর শহরে কার্নিভাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। ভিড় সামাল দিতে হিমশিম খেল পুলিশ। শহরের বটতলা চক থেকে গোলকুঁয়া চকের রাস্তা সেজে উঠেছিল রঙিন আলপনা ও ঝলমল আলোয়। সেই কার্নিভাল দেখতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল রাস্তার দু’ধারে। এবারে শহরের ১৮ টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেয়। বৃহস্পতিবার বিকেলে তার উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, শিউলি সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। 

এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো কার্নিভাল। বাংলা ও বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে হেরিটেজ সংস্কৃতি হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাই ২০২২ সালে জেলায় জেলায় রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভাল আয়োজন করা হয়েছিল। এবারও কার্নিভালের আয়োজন করেছিল জেলা প্রশাসন। 
মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, “বাংলার দুর্গা পুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। যা বাংলা ছাড়িয়ে আজ বিশ্বের দরবারে শিরোপা অর্জন করেছে। এটা আমাদের কাছে গর্বের। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলায় জেলায় পুজোর কার্নিভাল হচ্ছে।”
Previous articleদক্ষিণ পূর্ব রেওলয়ে প্যাসেঞ্জার ট্রেনে প্রথম মহিলা চালক দীপান্বিতা
Next articlelaksmipuja : দাসপুরের চাষীদের লক্ষ্মীপুজোর প্রতিমা তৈরী হয়েছে ১০৮ রকমের এক কুইন্টাল শস্যবীজ দিয়ে,অন্য একটি প্রতিমা তৈরী পুরো পাট দিয়ে তৈরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here