Home Blog মেদিনীপুর শহরের রাস্তায় টোটো চালাচ্ছে পুলিশ!

মেদিনীপুর শহরের রাস্তায় টোটো চালাচ্ছে পুলিশ!

20
0

মেদিনীপুর শহরে এবার টোটো চালাতে দেখা গেল পুলিশ কর্মীকে। শুধু তাই নয় পেছন থেকে আরও দুই পুলিশ কর্মী ঠেলছেন। শুক্রবার রাতে মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে এমনই দৃশ্য দেখা গেল। তবে উপস্থিত লোকজন প্রথমে কিছুই বুঝতে পারেননি। কৌতূহলী হয়ে বিষয়টি জানতে সকলে তাকিয়ে থাকেন ওই টোটোর দিকে। পরে টনক নড়ে সকলেরই। দ্রুত রাস্তায় রাখা যানবাহন নিয়ে সরে পড়েন। বুঝলেন মেদিনীপুর শহরের রাস্তায় বাহন রেখে দেদার আড্ডা এবার বন্ধ! মেদিনীপুর শহরে ফুটপাত দখল করে এমনিতেই ছিল দোকানের ভিড়। আর সেই দোকানের খদ্দের রাস্তার উপরই যানবাহন পার্কিং করে কেনাকাটা থেকে চা দোকানে আড্ডা পর্যন্ত দিতেন। ফলে রাস্তা দখল করে দাঁড়ানোয় আরও যানজট বাড়িয়ে তুলেছিল। তবে এই চিত্র নতুন নয়, মেদিনীপুর শহরে প্রতিদিনই লক্ষ্য করা যায়। একদিকে শহর জুড়ে টোটোর যানজটে নাজেহাল শহরবাসী, অন্যদিকে রাস্তার উপর যানবাহন পার্কিং করে আড্ডা দেওয়ার চিত্র। যানজট মুক্ত করতে পারেনি শহরকে। যে কারণেই অনেকে মনে করছেন তার প্রভাব পড়েছে ভোটে। কারন শাসক দল মেদিনীপুর পৌরসভা এলাকায় অনেকটাই পিছিয়ে। ভোট মিটতেই এবার যানজট মুক্ত করতে আসরে নেমেছে পুলিশ প্রশাসন। টোটোর পাশাপাশি বেআইনি পার্কিং নিয়েও পদক্ষেপ। একাধিক জায়গায় টাঙানো হয়েছে নো পার্কিং বোর্ড। বিভিন্ন চা দোকানগুলিতে জানানো হয়েছে, রাস্তায় গাড়ি পার্কিং করে দোকানে আড্ডা চলবে না। না হলে জরিমানা থেকে গাড়ি আটক পর্যন্ত করা হবে। তবে এই বেআইনি পার্কিংয়ে থাকা একাধিক মোটরবাইক, চারচাকা, টোটোকে জরিমানা করা হয়েছে। অনেককে আবার সাবধানও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এমনই এক টোটো রেখে চালক কোথায় চলে গিয়েছেন। চালককে না পেয়ে অবশেষে পুলিশ কর্মীরা নিজেরাই টোটো চালিয়ে নিয়ে গেলেন থানাতে।

Previous articleবন আধিকারিকের বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগ, বিক্ষোভ, বাজেয়াপ্ত গাছের গুঁড়ি
Next articleচুরি করতে এসে পারফিউমে মজলো চোরেরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here