Home Blog মেদিনীপুর মেডিক্যালে ভর্তিতে ভুয়ো এসটি সার্টিফিকেট জমা দেওয়ায় বাতিল এক ছাত্রীর ভর্তি,...

মেদিনীপুর মেডিক্যালে ভর্তিতে ভুয়ো এসটি সার্টিফিকেট জমা দেওয়ায় বাতিল এক ছাত্রীর ভর্তি, জরিমানা ১ লক্ষ টাকা

18
0

মেদিনীপুর: মেডিক্যালে ভর্তি দুর্নীতির অভিযোগ গিয়েছিল হাইকোর্টে। রাজ্যের মেডিক্যাল কাউন্সিলও তদন্ত শুরু করে। যা বর্তমানে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। ভুয়ো এসটি সার্টিফিকেট জমা দিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ার জন্য ভর্তি হয়েছিলেন এক ছাত্রী। ধরা পড়তেই বাতিল করা হলো মেদিনীপুর মেডিক্যাল থেকে তার রেজিস্ট্রেশন। নোটিশ দিয়ে এক লক্ষ টাকা জরিমানাও ঘোষণা করল মেডিক্যাল কাউন্সিল। গত ২০ জানুয়ারি বিষয়টি পরিষ্কার হওয়ার পর নোটিশ দেওয়া হয়েছে ওই ছাত্রীকে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমি নন্দী জানান, “মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে একটা মামলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্ত শুরু হয়েছিল। রাজ্যের মেডিক্যাল কাউন্সিল তদন্তে নেমে জানতে পারে আমাদের কলেজে ২০২৩-২৪ বর্ষে ভর্তি হওয়া ছাত্রী সরন্যা মন্ডল ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। মেডিক্যাল কাউন্সিল তদন্তে বুঝতে পারার পরেই তার ভর্তি বাতিল করেছেন। সেই মর্মে নোটিশ ওই ছাত্রী ও তার পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ১৪ দিনের মধ্যে এক লক্ষ টাকা জরিমানা জমা করতে বলা হয়েছে।” উল্লেখ করা যায়, কলকাতা হাইকোর্টে এই মামলা শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরে। এই সংক্রান্ত মামলার তদন্ত নিয়ে হাইকোর্টে ২ বিচারপতির মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। যে কারণে এই মামলা হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হয়েছে। মেডিক্যালের ভর্তি দুর্নীতির তদন্তে রাজ্যের মেডিক্যাল কাউন্সিল যে ত্রুটি খুঁজে পেয়েছে তার মধ্যে অন্যতম হলো ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে ভর্তিতে অংশ নেওয়া। তার মধ্যে অন্যতম হলো এই সরন্যা মন্ডল। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ছাত্রীর বিষয়টিকে বেশি প্রকাশ্যে আনতে চায়নি মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

Previous articleসমস্যা সমাধানে লোধা-শবর গ্রামে জেলা শাসক
Next articleঅভাবের তাড়নায় নিজের সদ্যোজাত সন্তানকে অন্যের হাতে তুলে দিলেন মা-বাবা, শোরগোল পশ্চিম মেদিনীপুরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here