Home Blog মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা?

মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা?

20
0

মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে এবার অনাস্থা আনতে চলেছে তৃণমূলেরই কাউন্সিলররা। এমনই জল্পনা তৈরি হলো বুধবার। এদিন ১০ জন কাউন্সিলর মেদিনীপুর সদর মহকুমা শাসকের দপ্তরে যান। আর তাকে ঘিরেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার চেষ্টাও হয়তো চালাচ্ছেন তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলররা। উল্লেখ্য, গত সপ্তাহে তৃণমূলের পৌরপ্রধানকে সরাতে তৃণমূলেরই কাউন্সিলরদের অবস্থান বিক্ষোভ চলে মেদিনীপুর পৌরসভা চত্বরে। যাকে ঘিরে চরম অস্বস্তিতে পড়ে শাসকদল। অভিযোগ, বর্তমান পৌরপ্রধান স্বৈরাচারিতা করছেন। তিনি কোন ফান্ডের প্রকৃত হিসেব দিচ্ছেন না। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নের অর্থ সমবন্টন করছেন না। সেই টাকা বিভিন্ন অনুষ্ঠান করে খরচ করা হচ্ছে। এই সমস্ত অভিযোগ তুলে পৌরপ্রধানের অপসারণের দাবি তোলে।  তৃণমূলের ওই ১০ জন কাউন্সিলর বুধবার মেদিনীপুর সদর মহকুমা শাসকের দপ্তরে যান। যদিও কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব জানিয়েছেন, “পৌরসভা সংক্রান্ত বিষয়েই আলোচনার জন্য এসেছিলাম। কিন্তু মহকুমা শাসকের সঙ্গে দেখা হয়নি। ফলে আলোচনা না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করব না।”

Previous articleকেন্দ্রের ‘হিট এন্ড রান’ নতুন আইনে স্তব্ধ পরিবহন, ভোগান্তি জেলা জুড়ে
Next articleবাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে আগুন, পুড়ে মৃত্যু হল মেদিনীপুরের বাসিন্দা স্বামী-স্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here