Home Blog মেদিনীপুরে প্রার্থী জুন মালিয়া, শুরু দেওয়াল লিখন

মেদিনীপুরে প্রার্থী জুন মালিয়া, শুরু দেওয়াল লিখন

22
0

মেদিনীপুর : কে হবেন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী, তা নিয়ে জল্পনা ছিলই। এবার সব জল্পনার অবসান ঘটলো ব্রিগেড গ্রাউন্ডের জনগর্জন সভায়। ঘোষণা করা হলো রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের নামের তালিকা। মেদিনীপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন জুন মালিয়া, ঘাটালে দীপক অধিকারী (দেব)। জুন মালিয়া মেদিনীপুর বিধানসভার বিধায়িকা। লোকসভা নির্বাচনে তাকেই প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার পরেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরাও। ঘাটাল লোকসভার কেশপুরের সরিষাখোলা এলাকাতেও দীপক অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হয়েছে। ঘাটালে বিজেপি প্রার্থী হচ্ছেন হিরন্ময় চট্টোপাধ্যায়। তবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বিজেপির কে প্রার্থী হবেন তার নাম ঘোষণা হয়নি। তবে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা রয়েছে দলের অন্দরে। অনেকেই মনে করছেন এবার হয়তো দিলীপ ঘোষকে প্রার্থী করতে নাও পারে। আবার একদল বিজেপি নেতাকর্মী চাইছেন দিলীপ ঘোষকে। তাদের বক্তব্য, মেদিনীপুরে তৃণমূলের বিপক্ষে যদি লড়াই দিতে হয়, একমাত্র দিলীপ ঘোষই পারবেন। সূত্রের খবর, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার দৌড়ে দুজন রয়েছে। দিলীপ জানিয়েছিলেন, “দল যখন যা দায়িত্ব দেয়, আমি পালন করি। প্রার্থী করবে কিনা বা কোথায় করবে সে সিদ্ধান্ত দলের। তবে আজ হোক বা কাল নির্বাচন হলে মেদিনীপুরে বিজেপি জয়লাভ করবে।” যদিও তৃণমূলের দাবি, এই লোকসভা নির্বাচনী বিজেপি ব্যাপক ভোটে পরাজিত হবে।

Previous articleআগুন নেভাতে ‘ক্লান্ত’ বনদপ্তর! এগিয়ে এলো পুলিশ
Next articleতৃণমূল প্রার্থী জুন মালিয়াকে শুভেচ্ছা বিজেপির সম্ভাব্য প্রার্থী দিলীপ ঘোষের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here