Home Blog মেদিনীপুরের সরকারি হোম থেকে ইতালি পাড়ি দিল শুভ

মেদিনীপুরের সরকারি হোম থেকে ইতালি পাড়ি দিল শুভ

21
0

মেদিনীপুরে সরকারি হোমে থাকা এক অনাথ শিশুকে দত্তক নিল ইতালির দম্পতি। পরিবারে তাদের একটি ৭ বছরের কন্যা সন্তান রয়েছে। তারপরেও আরও একটি সন্তান দত্তক নিতে ইতালির মিনাল থেকে অনলাইনে আবেদন করেছিলেন ওই দম্পতি। আন্তর্জাতিক দত্তক সংস্থা আফা’র হাত ধরে মেদিনীপুরের সরকারি হোম থেকে দত্তক নিলেন তিন বছরের শিশু সন্তান শুভ সরেনকে। ভিসা, পাসপোর্ট সহযোগে বৈধ পদ্ধতিতে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে হস্তান্তর করলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী। সরকারি বালিকা ভবনে এমন অনেক অনাথ শিশু রয়েছে। তাদের অনেক নিঃসন্তান দম্পতি দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে সরকারি নিয়ম অনুসারে দত্তক নিতে পারে। আন্তর্জাতিক দত্তক নেওয়া সংস্থা আফা’র মধ্যস্থতায় ইতালি থেকে এসে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দত্তক নিলেন তিন বছরের শুভকে। জানা গিয়েছে, মেদিনীপুরের সরকারি হোমে এখনও ১২ জন এরকম শিশু রয়েছে। তার মধ্যে দুজন খুব শীঘ্রই বেলজিয়াম যাবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। ইতালির ওই দম্পতি হলেন এলবাস্তু রেবনি, তিনি পেশায় ইঞ্জিনিয়ার এবং এলিজাবেথ ফাক্ক হলেন গৃহবধূ। জেলা শাসক খুরশিদ আলী কাদরী জানিয়েছেন, সমস্ত প্রক্রিয়া মেনে দত্তক নিয়েছেন ইতালির দম্পতি। মাতৃত্বের স্নেহে বড়ো হোক শুভ। তার সঙ্গে যোগাযোগ থাকবে। ট্রাকিং-এর মাধ্যমে আমরা খোঁজখবর নিতে পারবো সে কেমন আছে।

Previous articleহাতির হানায় আহত তিন যুবক, আতঙ্ক শালবনীতে
Next articleসমস্যা সমাধানে গাছ তলাতে বসলেন জেলাশাসক ও পুলিশ সুপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here