Home Blog মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মধ্যেই বনদপ্তরের জায়গায় ক্লাব ঘর নির্মাণের চেষ্টা, রাতেই অভিযান পুলিশ...

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির মধ্যেই বনদপ্তরের জায়গায় ক্লাব ঘর নির্মাণের চেষ্টা, রাতেই অভিযান পুলিশ ও বনদপ্তরের

21
0

সরকারি জায়গা দখল নিয়ে একদিকে যখন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় বনদপ্তরের জায়গা দখল করে নির্মাণ গড়ে তোলার চেষ্টা। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে চুপিসারে চলছিল সেই নির্মাণের কাজ। খবর পেয়ে তা বন্ধ করে দেয় বনদপ্তর ও পুলিশ। ঘটনাটি বুধবার রাত্রি এগারোটা নাগাদ মেদিনীপুর সদরের লোহাটিকরিতে। জানা গিয়েছে, ওখানে বনদপ্তরের জায়গায় বেশ কিছু বাড়ি নির্মাণ হয়েছিল অনেক আগেই। তারপরও ফাঁকা জায়গা পেয়ে রাতের অন্ধকারে সেখানে ক্লাব ঘর নির্মাণের চেষ্টা। খবর পেয়ে রাতেই অভিযান চালালো বনদপ্তর ও গুড়গুড়িপাল থানার পুলিশ। নির্মাণকারীদের নির্মাণ কার্য বন্ধ করার পাশাপাশি হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দ্বিতীয়বার চেষ্টা করলে আইনি পদক্ষেপের। তবে এই নির্মাণ কার্য বন্ধ করতে গিয়ে পুলিশ ও বন কর্মীদের সঙ্গে তর্ক বচসাও হয়। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা বলেন, “রাতে খবর পায় লোহাটিকরিতে বনদপ্তরের জায়গায় একটি ক্লাব ঘর নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। যার জন্য ভিত খোড়া হচ্ছিল রাতের অন্ধকারে। বনকর্মীরা এবং পুলিশ গিয়ে তা বন্ধ দিয়েছে।”

Previous article২০০ টাকার জন্য মেদিনীপুর শহরে ৭০ বছরের বৃদ্ধাকে রক্তাক্ত করে টাকা ছিনতাই টোটো চালকের, বৃদ্ধার পাশে দাঁড়ালেন অন্যান্য টোটো চালকরা
Next articleফুটপাত থেকে হকারদের অন্যত্র সরাতে মেদিনীপুরে পদক্ষেপ শুরু প্রশাসনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here