Home Blog মুখ্যমন্ত্রীর নির্দেশই পরই মেদিনীপুরে সবজি বাজারগুলিতে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

মুখ্যমন্ত্রীর নির্দেশই পরই মেদিনীপুরে সবজি বাজারগুলিতে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

37
0

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাজারগুলিতে অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশ। মঙ্গলবার সবজির দাম নিয়ে ১০ দিন সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিয়েছেন, দাম কমাতে হবে সবজির। সেই নির্দেশের পরেই তড়িঘড়ি বাজার পরিদর্শনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক ও পুলিশ। বুধবার মেদিনীপুর শহরের গেটবাজার, রাজাবাজার সহ বিভিন্ন বাজারগুলিতে পরিদর্শনে যায়। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই আলু, পেঁয়াজ সহ সবজি অগ্নিমূল্য। যার জেরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। প্রশ্নের মুখে পড়েছিল টাস্ক-ফোর্সের ভূমিকা। এই লাগাম ছাড়া দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সেই নির্দেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মেদিনীপুরে অভিযান শুরু হয়ে গেল ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের। এদিন বাজারগুলিতে কত দামে শাক-সবজি বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখেন। ব্যবসায়ীদের কাছে জানতে চান কত দামে বিক্রি করছেন এবং কত দামে কিনেছেন। যদিও ব্যবসায়ীরা কত দামে কিনেছেন তার রশিদ দেখান আধিকারিকদের। তবে বাজারে দাম যে চড়া তা বুঝতে পেরেছেন আধিকারিকরাও। একাধিক ব্যবসায়ীর এদিন নাম, ঠিকানা, ফোন নাম্বারও নেন আধিকারিকরা। কিন্তু দাম বেড়েছে কেন, সেটাই প্রশ্ন। সাধারণভাবে বেড়েছে, নাকি ম্যান মেড, সেটাই জানার চেষ্টা করছেন আধিকারিকরা। অভিযোগ রয়েছে মাঝখানে ফড়েদের কালোবাজারি নিয়ে। অনেকেই বলছেন কৃত্রিমভাবে বাজারে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করা হচ্ছে। এ বছর আলুর ব্যাপক ফলন হয়েছে। তারপরও এত দাম কেন?

Previous articleমহিলা ফুটবলে মায়ানমারের বিরুদ্ধে দেশের হয়ে খেলবেন শালবনীর মৌসুমী
Next articleবেপরোয়া বাসের ধাক্কা যাত্রীবাহী টোটোকে, আহত একাধিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here