Home Blog মিঠুন চক্রবর্তীর রোড-শো-তে তৃণমূলের স্লোগান ঘিরে উত্তেজনা, জলের বোতল ও ইট ছোড়াছুড়ি

মিঠুন চক্রবর্তীর রোড-শো-তে তৃণমূলের স্লোগান ঘিরে উত্তেজনা, জলের বোতল ও ইট ছোড়াছুড়ি

30
0
বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে মেদিনীপুর শহরে রোড-শো শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার বেলা ১১:৩০ নাগাদ এই রোড শো শুরু করে কয়েকশো মিটার এগোতেই রাস্তার পাশে দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সামনে রেখে স্লোগান দিয়ে চলেছেন। তা নিয়েই মিছিলে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে তর্কবচসা, টোনটিটকিরি পরিস্থিতিতে উত্তেজনা সৃষ্টি হয়। তারপর জলের বোতল ও ইট ছোড়া শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, “মিঠুন চক্রবর্তীর রোড শো যখন চলছিল তখন পাশেই তৃণমূলের লোকজন নিজেদের পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। তারাই জলের বোতল, ইট ছোড়ে রোড শো-কে লক্ষ্য করে। এতে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন।”
ঘটনার পর দুই পক্ষের ধস্তাধস্তি উত্তেজনা তৈরি হয়। ঘটনাটি মেদিনীপুর শহরের শেখপুরা এলাকাতে। পুলিশ পরিস্থিতি সামাল দেয় কোনভাবে। ঘটনার স্থলে দেখা যায় প্রচুর জলের বোতল ও ইটের টুকরো পড়ে রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। তিনি বলেন, “অভিযোগ ভিত্তিহীন। এখানে যে আক্রমণ হয়েছে তা দিলীপ ঘোষের অনুগামীরা করেছে। তারা অগ্নিমিত্রা পালকে মেনে নিতে পারেনি বলেই অগ্নিমিত্রা পালের রোড শো-এর উপর আক্রমণ করেছে। আমাদের লোকেদের এই কাজ নয়। তবে উল্টে আমাদের যে সমস্ত লোকজন স্লোগান দিচ্ছিল সেই সমস্ত মহিলা তৃণমূল কর্মীদের শ্লীলতাহানি করেছে বিজেপি কর্মীরা। তাদের মেডিকেল করানো হচ্ছে।” এদিন বেলা ১১ টা নাগাদ মেদিনীপুর শহরের আবাস এলাকার হেলিপ্যাডে হেলিকপ্টারে করে হাজির হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পরে সেখান থেকে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকায় এসে রোড শো শুরু করেন। সেখান থেকে ৩০০ মিটার এগোতেই শেখপুরা এলাকায় এই উত্তেজনার ঘটনা ঘটে। তবে রোড শো শুরুর আগেই মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি সাধু-সন্তদের নিয়ে করা মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “বিষয়টা খুবই গর্বের ব্যাপার! যা বলা হয়েছে তার ফল খুব মারাত্মক হবে।”
Previous articleভোটের আগেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার বদল
Next articleফের হাতির হানায় মৃত্যু শালবনিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here