Home Blog বেহাল রাস্তা, উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক

বেহাল রাস্তা, উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক

26
0

বেহাল রাস্তার কারনে উল্টে গেল যাত্রীবাহী বাস। কোন রকমে রক্ষে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনাটি বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ মেদিনীপুর ঝাড়গ্রাম সড়কের শালচাতুরি এলাকায়। জানা গিয়েছে, মেদিনীপুর থেকে একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে রওনা দিয়েছিল ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ধেড়ুয়া পেরোনোর পর বেহাল রাস্তার অবস্থা ঝাড়গ্রামের বৈতা এলাকা। বৈতা ঢোকার আগে শালচাতুরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবাহী বাসটি রাস্তার পাশের জমিতে। দেখতে পেয়ে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগায়। খবর যায় লালগড় থানায়। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে আহতদের ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানান, বহুজন আহত হয়েছেন এই ঘটনায়। তবে রক্ষা বড়সড় দুর্ঘটনা না ঘটায়। ঘটনার পরেই বেহাল রাস্তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিত্যযাত্রীরাও জানাচ্ছেন প্রশাসন কোন উদ্যোগ নেয়নি রাস্তাটিকে সারানোর। যে কারণেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

Previous articleসরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে
Next articleকলকাতা থেকে ওড়িশাগামী চলন্ত বাসে হঠাৎ আগুন, মাদপুরের ঘটনায় মৃত্যু এক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here