Home Blog বারাণসির ধাঁচে এবার গঙ্গারতি মেদিনীপুরে

বারাণসির ধাঁচে এবার গঙ্গারতি মেদিনীপুরে

21
0

মেদিনীপুর শহরে নতুন আকর্ষণের সূচনা হতে চলেছে পৌষ সংক্রান্তিতে। তারই ঘোষণা পৌরসভার পৌরপ্রধানের। বারাণসির ধাঁচে এবার কংসাবতী নদী বক্ষে হবে গঙ্গারতি। এমনটাই উদ্যোগ মেদিনীপুর পৌরসভার। তার সূচনা হচ্ছে পৌষ সংক্রান্তিতে। মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদী তীরবর্তী গান্ধীঘাটকে সাজানো হয়েছে। তার সৌন্দর্যায়ন উপভোগ করতে প্রতিদিন বহু মানুষ সেখানে হাজির হন। আর সেই গান্ধীঘাট এলাকার কংসাবতী নদী বক্ষে নতুন সংযোজন গঙ্গারতি। প্রতি পূর্ণিমা তিথিতে এই গঙ্গারতি হবে। পাশাপাশি প্রতিষ্ঠা করা হবে রাম, সীতা এবং মহাবীরের মন্দির। প্রতিষ্ঠা হবে ওই পৌষ সংক্রান্তিতে। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন নদী বক্ষে গঙ্গারতি করার জন্য। যে কারণেই আমরা কংসাবতী নদীতে প্রতি পূর্ণিমা তিথিতে গঙ্গারতি করব। গান্ধীঘাট মানুষের কাছে ব্যাপক আকর্ষণীয়। তার আকর্ষণ আরও বৃদ্ধি পাবে গঙ্গারতি এবং রাম সীতা ও মহাবীরের মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে।” তিনি আরও বলেন, “মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এখানে দুবার এসেছিলেন। তিনিও প্রশংসা করে গেছেন মেদিনীপুর পৌরসভার এই কাজের। মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করেছিলেন বলেই এই কাজটা করতে পেরেছি।”

Previous articleরাতের অন্ধকারে জঙ্গল থেকে গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার তিন যুবক
Next articleকেন্দ্রের ‘হিট এন্ড রান’ নতুন আইনে স্তব্ধ পরিবহন, ভোগান্তি জেলা জুড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here