Home Blog ফেরিঘাট পারাপারের ভাড়া নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, অবরোধ, ভোগান্তি

ফেরিঘাট পারাপারের ভাড়া নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, অবরোধ, ভোগান্তি

37
0

ফেরিঘাট পারাপারের ভাড়া নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। যার জেরে অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। ঘটনাটি রবিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী এলাকায়। ওই এলাকায় সরকারিভাবে একটি ফেরিঘাট রয়েছে। যা নিলামের মাধ্যমে এক ব্যক্তি ডাক নিয়েছেন। যাতায়াতের সুবিধার্থে বাঁশের অস্থায়ী সেতু করা রয়েছে। তাতে যাতায়াতের জন্য ভাড়া নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন ঢাকি পারাপারের সময় তাদের কাছে টাকা চাওয়া নিয়েই গন্ডগোল বাঁধে। যাকে কেন্দ্র করে সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত পারাপার বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন কনকাবতী গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, ফেরিঘাটের মালিকদের জানানো সত্বেও বৈশাখী গাজনে আসা ঢাকিদের কাছ থেকে টাকা নিয়েছে। এমনকি সেই কথা বলতে গেলে অশ্লীল ভাষায় গালিগালাজও করেছে তাদের। তারই প্রতিবাদে এদিন অবরোধ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মানিকপাড়া ও গুড়গুড়িপাল থানার পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। তবে অবরোধের জেরে ভোগান্তির শিকার যাত্রীরা। অনেকের অভিযোগ, হাসপাতালে যেতে এবং পরীক্ষা থাকায় তাদেরও পেরোতে দেওয়া হয়নি। বলতে গেলে উল্টে নানা কটুক্তি করা হয় তাদের। পাশাপাশি ভাড়া বেশি নেওয়াকে কেন্দ্র করেও অভিযোগ উঠছে ফেরিঘাটের মালিকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কোন রেট চার্ট না টাঙিয়ে ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে।

Previous articleপরিদর্শনে বেরিয়ে বিক্ষোভের মুখে রেলওয়ে জেনারেল ম্যানেজার
Next articleঅবৈধ কাঠ চেরাই মিল সিল করল বনদপ্তর, আটক ১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here