Home Blog ফুটপাত থেকে হকারদের সরানোয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল...

ফুটপাত থেকে হকারদের সরানোয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের

42
0

মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সামনে রাস্তার পাশে ফুটপাতে ছিল বহু দোকান। প্রশাসনের পক্ষ থেকে সেই দোকানগুলিকে সরানোয় ধন্যবাদ জানালো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মেদিনীপুরে যানজট মুক্ত করতে একাধিক পদক্ষেপ নেয় প্রশাসন। যেখানেই বিকল্প জায়গা পেয়েছে ফুটপাতের পাশে থাকা হকারদের সরানোর কাজ শুরু করেছে। বুধবার মেদিনীপুর শহরের কলেজ-কলেজিয়েট স্কুলের সামনে থাকা সমস্ত দোকানগুলিকে সেখান থেকে সরানো হয়েছে। বিকল্প হিসেবে তাদের জায়গা দেওয়া হয়েছে শিক্ষা ভবনে যাওয়ার রাস্তার পাশে। সেখানে তাদের ব্যবসার জন্য জল এবং আলোর ব্যবস্থাও করছে মেদিনীপুর পৌরসভা। তবে দোকানদারদের সরানোর দীর্ঘদিনের দাবি ছিল স্কুল ও কলেজ কর্তৃপক্ষের। সেই দাবি মিটতেই ফুল নিয়ে পৌরসভার পৌরপ্রধান ও মহকুমা শাসককে গিয়ে ধন্যবাদ জানালেন কর্তৃপক্ষ। বলা যেতেই পারে, ঐতিহ্যবাহী ১৫১ বছরের প্রাচীন মেদিনীপুর কলেজ (স্বশাসিত) ও ১৯০ বছর অতিক্রান্ত মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনের রাস্তায় পরিবেশগত সমস্যার সমাধান হল বহু বছর পর। ওই দুই প্রতিষ্ঠান এই সমস্যা সমাধানের আবেদন বহুদিন ধরে করে আসছিলেন। মেদিনীপুর পুর প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে হকারদের পুনর্বাসন দিয়ে ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্কুল-কলেজ কর্তৃপক্ষ ধন্যবাদ জানালো প্রশাসনকে।

Previous articleমিশন সফল! ৪ দিনে হাতিকে ছত্রিশগড়ে পাঠিয়ে বাড়ির পথে খড়্গপুরের হুলা টিম
Next articleস্কুল-কলেজের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে অভিযান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here